নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর তো রয়েছেই, এবার কি কলকাতা তার দ্বিতীয় বিমানবন্দর (Kolkata Airport) পেতে চলেছে? সংসদে এই প্রসঙ্গই উত্থাপিত করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বাদল অধিবেশনের শেষে বিশেষ আলোচনা করা হবে বলে আশ্বাস দেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু।
কী জানা গিয়েছে?
Netaji Subhas Chandra Bose International Airport-এর পাশাপাশি কলকাতায় আরও একটি বিমানবন্দর (Kolkata Airport) গড়ে তোলার আলোচনা শুরু হয়েছিল, রাজ্য সরকার এই কাজে সাহায্য করার জন্য এগিয়েও এসেছিল। কিন্তু বছরের পর বছর আলোচনা সত্ত্বেও এখনও দ্বিতীয় বিমানবন্দর গড়ে ওঠেনি। কলকাতা কবে আরেকটি বিমানবন্দর পাবে? বৃহস্পতিবার এই প্রশ্ন তোলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর জবাবে কিনজারাপু রামমোহন নাইডু বলেন, এই বিমানবন্দর গড়ে তোলার বিষয়ে বিশেষ আলোচনা করা হবে।
আরও পড়ুন : Kangana Ranaut : সাংসদ পদ হারাতে পারেন কঙ্গনা? কী নোটিশ পাঠালো হিমাচল প্রদেশ হাইকোর্ট?
উল্লেখ্য, ২০২২ সাল থেকে দ্বিতীয় বিমানবন্দরের জন্য জমি খোঁজার কাজ শুরু হয়। কিনজারাপু রামমোহন নাইডুর আশ্বাস দেওয়ার পর মনে করা হচ্ছে কোন পথে বিমানবন্দর (Kolkata Airport) তৈরির কাজ এগোবে, সেটাই আলোচনা হতে পারে ওই বিশেষ বৈঠকে।