২৩ জুলাই, মঙ্গলবার ঘোষিত হয়েছে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024). এই নিয়ে একটানা সপ্তমবার বাজেট পেশ করে মোরারজি দেশাইয়ের রেকর্ড ভাঙলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাজেটের প্রশংসায় মোদী
মোদী বলেন, ‘এই বাজেট সমাজের সব শ্রেণিকে শক্তিশালী করবে। দেশের গরিব মানুষ, গ্রাম এবং কৃষককে উন্নতির পথে নিয়ে যাবে এই বাজেট।’ তাঁর মতে, ‘এই বাজেট (Union Budget 2024) নতুন মধ্যবিত্ত শ্রেণিকে শক্তি জোগাবে।’ বাজেটে মহিলা এবং ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবে বলে জানান মোদী।
অন্যদিকে, এই বাজেটের (Union Budget 2024) সমালোচনায় মুখর হন বিরোধী রাজনৈতিক দলের অনেকেই। এই বাজেটে বাংলা বঞ্চনার অভিযোগে মুখর হয় বাংলার শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই বাজেট দিশাহীন বাজেট। এই বাজেট পক্ষপাতদুষ্ট বাজেট। বাংলাকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। বাংলার মানুষ মেনে নেবে না। বাংলা ছেড়ে কথা বলবে না।’
আরও পড়ুন : Union Budget 2024 : বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী Nirmala Sitharaman
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘এই বাজেট কার্যত একপেশে। বঞ্চিত হয়েছে বাংলা। ঢেলে দেওয়া হয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশকে।’ তিনি আরও বলেন, ‘আমি আলাদা করে কিছু বলছি না, দলের তরফ থেকে যা বলার বলা হবে, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে বারবার বঞ্চিত করে রেখেছে, এটা নতুন কিছু নয়।’
তোপ দেগেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘এটা হল কুর্সি বাঁচাও বাজেট। এই বাজেট দেশের জন্য নয়। ওরা বাংলাকে কিছুই দেয়নি। এই বাজেটেই প্রমাণ, ওরা বাঙালিদের সহ্য করতে পারে না। এই নীতির জন্য বাংলা থেকে বিজেপি মুছে যাবে।’