Thursday, November 21, 2024
Homeরাজ্যSamserganj : হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ?

Samserganj : হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ?

কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে চলল গুলি। মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক গ্রামবাসী। বোমার আঘাতে জখম হয়েছেন আরও একজন। গুলি চালানোর অভিযোগ উঠেছে কারখানা মালিকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যার ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে সামশেরগঞ্জের (Samserganj) মহব্বতপুরে সিজপাড়া। অ্যালুমিনিয়াম কারখানায় বারবার চুরির অভিযোগ উঠছিল। অভিযোগের নিশানায় ছিল গ্রামবাসীদের।

এদিকে কারখানা মালিকের বিরুদ্ধে চিমনির উচ্চতা নিয়ে অভিযোগ তোলে গ্রামবাসীরা। তাঁদের দাবি, কম উচ্চতার চিমনি থেকে এলাকা দূষিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় চুরির তদন্ত করতে আসায় গ্রামবাসীদের সঙ্গে কারখানা মালিকের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। কারখানার চুল্লি নিয়ে গ্রামবাসীরা আপত্তি জানায়। কারখানার মালিক পক্ষ চুল্লি পর্যবেক্ষণে যায়। এরপরেই গ্রামবাসীদের সঙ্গে বচসা বাধে। বচসা থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা (Samserganj)। মুড়িমুড়কির মতো বোমাবাজি চলে। কয়েক রাউন্ডগুলিও চলে বলে অভিযোগ।

আরও পড়ুন : Cooch Behar : ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত কোচবিহার!

ঘটনায় উভয় পক্ষের একাধিক ব্যক্তি জখম হয়। গুলিবিদ্ধ হন এক গ্রামবাসী। বোমার আঘাতে জখম হয়েছেন আরও একজন। ঘটনায় এলাকায় (Samserganj) উত্তেজনা ছড়ায়। গুলিতে জখম যুবকের নাম ফারুক শেখ এবং বোমার আঘাতে জখমের নাম সেলিম শেখ। উভয়ের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়। দুজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানা মালিক আরিফ শেখ ও তাঁর ভাই তানবীর সেখ ও কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যদিও এখনও পর্যন্ত অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির মালিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার (Samserganj) বিশাল পুলিস বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও যথেষ্ট থমথমে রয়েছে এলাকা। এলাকার দখল নিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তাপ রয়েছে বলেই পুলিসের দাবি। কে গুলি চালিয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular