Thursday, November 21, 2024
HomeদেশSheikh Hasina : দু'দিনের সফরে শুক্রবার ভারতে হাসিনা, শনিতে Modi'র সঙ্গে সাক্ষাৎ

Sheikh Hasina : দু’দিনের সফরে শুক্রবার ভারতে হাসিনা, শনিতে Modi’র সঙ্গে সাক্ষাৎ

ফের ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। দু’দিনের সফরে শুক্রবার ভারতে আসছেন তিনি। শনিবার তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসার পর হাসিনাই প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান, যিনি প্রথম ভারত সফরে আসছেন।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়া, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে কথা হওয়ার কথা শেখ হাসিনার (Sheikh Hasina)। উল্লেখ্য, গত ৯ জুন মোদীর শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভারতে এসেছিলেন শেখ হাসিনা।

আরও পড়ুন : International Yoga Day : ‘যোগাভ্যাসে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ’, বললেন PM Modi

সূত্রের খবর, শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন হাসিনা (Sheikh Hasina)। এই বৈঠকের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বাংলাদেশের স্থানীয় সময় ২টোয় ঢাকা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ভারত সফর দুই দেশের কাছেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular