Saturday, November 23, 2024
HomeদেশReasi Bus Attack-এ জঙ্গির স্কেচ প্রকাশ J-K Police-এর, জঙ্গি সংক্রান্ত তথ্য দিলেই...

Reasi Bus Attack-এ জঙ্গির স্কেচ প্রকাশ J-K Police-এর, জঙ্গি সংক্রান্ত তথ্য দিলেই পুরস্কার!

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথগ্রহণের দিনই জঙ্গি হামলায় (Reasi Bus Attack) ফের রক্তাক্ত হয়েছে জম্মু কাশ্মীর। রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাসে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় ৯ জনের প্রাণ যায়, গুরুতর আহত হয় প্রায় ৩৩ জন, জখম হয় শিশুরাও। রবিবারই ঘটনায় দায় স্বীকার করেছে, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবারই শাখা, ভারতে যা নিষিদ্ধ সংগঠন।

ইতিমধ্যেই এই হামলার (Reasi Bus Attack) ঘটনায় জড়িত সন্দেহে এক জঙ্গির স্কেচ প্রকাশ্যে এনেছে জম্মু-কাশ্মীর পুলিশ। এই জঙ্গি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলেই ২০ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণাও করেছে রিয়াসি পুলিশ। তীর্থযাত্রী বোঝাই যে বাসটির ওপর হামলা চালানো হয় মঙ্গলবার ক্রেনে করে সেটিকে খাদ থেকে তোলা হয়।

আরও পড়ুন : Badrinath : রেকর্ড সংখ্যক ভিড় বদ্রীনাথে

কী জানা গিয়েছে?

রবিবার পুণ্যার্থীবোঝাই একটি বাস শিব খোরি মন্দির থেকে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাচ্ছিল। বাসে উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লির বহু মানুষ ছিলেন। পনি এলাকার কাছে ঘটনাটি ঘটে। রিয়াসিতে বাসটিতে হামলা (Reasi Bus Attack) চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। এরপর বাসটি খাদে পড়ে যায়।

Reasi Bus Attack Updates
Reasi Bus Attack Updates

পুলিশের এক মুখপাত্র এক সংবাদ সংস্থাকে জানিয়েছে, এই হামলার (Reasi Bus Attack) সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের বিষয়ে কোনও সঠিক তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে রিয়াসি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ইতিমধ্যেই এক জঙ্গির স্কেচ তৈরি করে প্রকাশ করা হয়েছে। তথ্য দেওয়ার জন্য নিম্নলিখিত ফোন নম্বরগুলিও দেওয়া হয়েছে-

SSP Reasi – 9205571332ASP
Reasi – 9419113159DySP
HQ Reasi – 9419133499SHO
Pouni – 7051003214SHO
Ransoo- 7051003213PCR
Reasi- 9622856295

আরও পড়ুন : চলন্ত বাইকে ‘Titanic’ Pose দিয়ে নিজের বিপদ ডেকে আনলেন এই যুবক!

সোমবার রিয়াসিতে উপস্থিত হয় National Investigation Agency-র একটি টিম এবং নমুনা সংগ্রহের কাজ করে NIA’র ফরেনসিক টিম।

এদিকে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্ণর মনোজ সিনহা ১০ জুন, মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular