দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। প্যাটেল নগর এবং রাজীব চক মেট্রো স্টেশনে হুমকি দিয়ে এই দেওয়াল লিখনের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম অঙ্কিত গোয়েল। তিনি বরেলির বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের মেট্রো ইউনিট। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
কী ঘটেছে?
জানা গিয়েছে, অঙ্কিত গোয়েল নামের ওই ব্যক্তি মেট্রো স্টেশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) উদ্দেশ্য করে প্রাণনাশের হুমকি দিয়ে দেওয়াল লিখন করেন। সূত্রের খবর, ওই ব্যক্তি উচ্চশিক্ষিত এবং ব্যাঙ্কে কর্মরত। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি। বাড়ি কেনার জন্য বরেলি থেকে গ্রেটার নয়ডাতে তিনি আসেন এবং একটি হোটেলে উঠেছিলেন।
এই গ্রাফিতি ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে নিমেষে। ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তোলে আম আদমি পার্টি। বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।