Sunday, November 3, 2024
HomeBreakingArvind Kejriwal : Swati Maliwal-এর ঘটনায় কেজরির বাড়িতে দিল্লি পুলিশ

Arvind Kejriwal : Swati Maliwal-এর ঘটনায় কেজরির বাড়িতে দিল্লি পুলিশ

এবার স্বাতী মালিওয়ালের ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে তদন্তের কারণে উপস্থিত হল দিল্লি পুলিশ৷ সূত্রের খবর, কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল৷ তাঁর এফআইআর-এ ভিত্তিতেই তদন্তে নামে দিল্লি পুলিশ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে এই এফআইআর করেন স্বাতী৷ রাতে তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়৷ স্বাতীর অভিযোগ, বৈভব কুমার তাঁর গায়ে হাত তুলেছেন৷ এরপর তদন্ত শুরু হয়৷ শুক্রবার দিল্লি পুলিশএর একটি দল কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনে উপস্থিত হয়৷ যে ঘরে স্বাতীর সঙ্গে এমন ঘৃণ্য আচরণ হয়েছিল বলে অভিযোগ, সেই ঘরে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ৷

প্রসঙ্গত, একদিকে দিল্লি আবগারি দুর্নীতিকাণ্ডে আপের হেভিওয়েটরা জেলবন্দি৷ পার পাননি স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ এসবকে কেন্দ্র করে এমনিতেই ব্যাকফুটে ছিল আপ৷ এবার স্বাতী মালিওয়ালের ঘটনায় সেই পালে যে হাওয়া লাগলো, সেটা বলাই বাহুল্য৷ তার ওপর স্বাতীর ঘটনায় কেজরিওয়ালের চুপ থাকাতে আরও প্রশ্ন উঠে আসছে৷ তবে, এই নিগ্রহের কথা স্বীকার করে বিবৃতি দেন দলের নেতা সঞ্জয় সিং৷ মঙ্গলবার স্বাতীর বাড়িতেও যান তিনি। কেজরিওয়াল এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular