CAA সংক্রান্ত আইন কার্যকর হয়েছিল আগেই। আর এবার লোকসভা নির্বাচনী আবহের মধ্যে সেই আইন অনুযায়ী শংসাপত্র পেতে শুরু করেছেন আবেদনকারীরা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা প্রথম দফায় ১৪ জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন।
কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ১১ ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিল। এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো কয়েকটি দেশ থেকে যে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সিরা ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং কমপক্ষে পাঁচ বছর ভারতে কাটিয়েছেন, তাঁরা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএ-তে আবেদন জানাতে পারেন বলে জানিয়েছিল কেন্দ্র। সেই মতো যাঁরা আবেদন জানিয়েছিলেন প্রথম পর্বে তাঁদের কয়েকজনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হল বুধবার।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। তাঁর ঘোষণার পরেই নাম নথিভুক্তকরণের জন্য আবেদনের সুযোগ দিতে চালু হয় অনলাইন পোর্টাল।
নাগরিকত্বের শংসাপত্রের জন্য যাঁরা আবেদন করেছিলেন, সেই আবেদনকারীদের মধ্যেই ১৪ জনের নথিপত্র পরীক্ষার পরে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেয় মোদী সরকার। আর এই শংসাপত্র পেয়ে উচ্ছ্বসিত এক আবেদনকারী সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, ‘যেন দ্বিতীয় জন্ম হল।’