সাময়িক স্বস্তি দিয়ে ফের উধাও বৃষ্টি। ফিরেছে সেই অস্বস্তিকর গরম। এসবের মাঝেই এবার বর্ষার আগমন নিয়ে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস সাধারণভাবে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়তে পারে নিকোবর দ্বীপপুঞ্জে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী রবিবার ১৯ মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে।
সাধারণভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে ২২ মে নাগাদ। তবে এবার নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করেছে দ্বীপপুঞ্জে। মে মাসের মাঝামাঝি সময়েই দেশে বর্ষার প্রবেশ ঘটবে! এমনই সুখবর শুনিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হতে চলেছে। আর এই বেশি বৃষ্টি হতে পারে লা নিনার প্রভাবে। জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অনেক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরিরও আশঙ্কা রয়েছে।
বঙ্গের দিকে নজর রাখলে বলা যায়, প্রতিবারই বর্ষা আগে প্রবেশ করে উত্তরবঙ্গে। অন্যান্য বছর মোটামুটি ৭ জুনের মধ্যে জলপাইগুড়িতে বর্ষা ঢুকে পড়ে। এবার কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত দিন মোটামুটি ১১ জুন। তবে অনেক সময় একইসঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করে মৌসুমী বায়ু। সেক্ষেত্রে আন্দামানের মতো বঙ্গে বর্ষা আগে ঢুকবে নাকি গরম আরেকটু নাজেহাল করবে রাজ্যবাসীকে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও স্পষ্ট নয়।