কয়লা পাচার মামলায় এবার নাটকীয় মোড়। অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে লালা সুপ্রিম কোর্টের রক্ষাকবচে ছিলেন। তাঁকে গ্রেফতার না করার নির্দেশ ছিল।
প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে উঠে আসে অনুপের নাম। তাঁর বাড়ি থেকে শুরু করে অফিসেও তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত করা হয় সম্পত্তি। লালার কয়েকজন সঙ্গীকে গ্রেফতারও করা হয়েছিল। লালার এক সঙ্গী এখনও দিল্লির তিহাড়ে বন্দি। সূত্রের খবর, লালার সঙ্গে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকেরও যোগাযোগ ছিল।
জানা গিয়েছে, ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন লালা। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২১ মে ফাইনাল চার্জশিট জমা দেওয়ার পর ট্রায়াল শুরু হবে।
এদিকে সূত্রের খবর, লালাকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসতে পারে। তাই লালার আত্মসমর্পণের পর এই মামলাতে নতুন কোনও মোড় আসে কিনা এখন সেটাই দেখার।