রাজভবনে অস্থায়ী মহিলা কর্মীকে ‘হেনস্থা’র অভিযোগে রাজ্য রাজনীতির আঙিনা সরগরম। গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। সেদিন রাতে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগও জানান অভিযোগকারী যুবতী। এরপরেই কার্যত বঙ্গ রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এরপরেই অস্থায়ী কর্মীদের কাজের পর্যালোচনা শুরু হয়েছে রাজভবনে। উল্লেখ্য বর্তমানে রাজভবনে প্রায় ৪০ জন অস্থায়ী কর্মী রয়েছেন।
এদিকে এতকিছুর মাঝে এক নয়া উদ্যোগ নিলেন রাজ্যপাল। ১০০ ক্যান্সার আক্রান্ত মহিলাকে সাহায্যের কথা ঘোষণা করা হল রাজভবনের তরফ থেকে। জানা গিয়েছে, সমাজের ১০০ দরিদ্র, ক্যান্সার আক্রান্ত মহিলাকে সাহায্য করবেন সিভি আনন্দ বোস। সোমবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। রাজভবনের এক্স অ্যাকাউন্টে এই বিষয়টি জানানো হয়।
প্রথম পর্যায়ে ১০০ জনকে আর্থিক সাহায্য করা হবে। নয়া এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মিশন কমপ্যাশন।’ মেইলের মাধ্যমে আবেদন জানাতে হবে। governor-wb@nic.in এবং sr.spl.secretary.rajbhavan@gmail.com -এই দুটি মেইল আইডি দেওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকে।