‘পাকিস্তান আগে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক, প্রতিবেশীকে নিয়ে ভেবে ভেবে সময় নষ্ট করতে চায় না ভারত’, এভাবেই পাকিস্তানকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনী আবহে ভোট প্রচার নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী। কখনও বাংলা, তো কখনও বিহার, কখনওবা অন্য কোথাও। নিরন্তর প্রচার করে চলেছেন মোদী। আর এই এত ব্যস্ততার মাঝেই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে উপরোক্ত কথাগুলি বলেন তিনি।
মোদী বলেন, ‘ভারত তার প্রতিবেশী পাকিস্তান নিয়ে কিছু ভাবছে না। ভারত আপাতত তার নিজের লক্ষ্য পূরণেই অবিচল’ দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাই পাকিস্তান ইস্যুতে তালা ঝুলিয়ে দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, ‘পাকিস্তানকে নিয়ে বেশি মাতামাতি করা আমাদের উচিত নয়। দেশটি তার দৃষ্টিভঙ্গী বদল করুক বা না করুক, ভারতকে এগিয়ে নিয়ে যেতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাই গত দশ বছর ধরে পাকিস্তান ইস্যুতে আমি তালা ঝুলিয়ে দিয়েছি।’
এই সাক্ষাৎকারে মোদীর কণ্ঠে যেমন দুর্নীতি, রাজনীতি, বিদেশনীতি, বৈশ্বিক চ্যালেঞ্জ, ভারতের দৃষ্টিভঙ্গি এসব বিষয় উঠে আসে, তেমনই চলতি লোকসভা নির্বাচনে জয়ের আত্মবিশ্বাসও শোনা যায় মোদীর গলায়। তাঁর মতে, এনডিএ-বিজেপি জোট আগামী ৪জুন ৪০০ আসন অতিক্রম করে যাবে।
তবে এখানেই শেষ নয়। শনিবার ওড়িশায় ভোট প্রচারে গিয়ে পাকিস্তানের বেহাল দশা নিয়ে ফের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে কংগ্রেস ভারতীয়দের ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মোদী দাবি করেন, পাকিস্তানের অবস্থা এখন এতই খারাপ যে তারা তাদের হাতে থাকা পারমণাবিক বোমার রক্ষণাবেক্ষণও করতে পারছে না। আর তাই তারা নাকি পরমাণু বোমা অন্য দেশকে বিক্রির চেষ্টা করে চলেছে।