Thursday, November 21, 2024
Homekolkataবিশ্ববাংলা শারদ সম্মানের পাল্টা দুর্গা ভারত সম্মান, পুজো নিয়েও নবান্নের টক্করে রাজভবনও

বিশ্ববাংলা শারদ সম্মানের পাল্টা দুর্গা ভারত সম্মান, পুজো নিয়েও নবান্নের টক্করে রাজভবনও

দুর্গাপুজো নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের। প্রতিবছর দুর্গাপুজোয় সেরা সম্মান দিয়ে থাকে রাজ্য সরকার। এবার পাল্লা রাজভবনও চালু করতে চলেছে বিশেষ পুরস্কার। দুর্গাভারত পুরস্কার।
রাজভবনের থেকে বিবৃতি জারি করে সেকথা জানানো হয়েছে। এই পুরস্কার যে কেবল সেরা পুজো তাই নয় নানা ক্ষেত্রে গুণী ব্যক্তিদেরও দেওয়া হবে বলে রাজভবন সূত্রে খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়। দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তির পর থেকে গোটা বিশ্বের কাছে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরতে এলাহি আয়োজন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রতিবছরের মতো এবছরও দুর্গাপুজোর আয়োজনে কোনও ত্রুটি রাখছে না রাজ্য সরকার। পুজো কমিটি গুলিতে বিপুল পরিমানে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। যেখানে সরকারি কর্মীদের ডিএ দিতে পাচ্ছে না রাজ্য সরকার সেখানে কী করে পুজো কমিটি গুলিকে বিপুল টাকা অনুদান দেওয়া হচ্ছে এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। ডিএ আন্দোলনকারীরাও এই নিয়ে সরব হয়েছেন। প্রতিবছরের মতো এবছরও পুজোর এলাহি আয়োজন হচ্ছে রাজ্য জুড়ে। মহালয়ার আগে থেকেই উদ্বোধন হয়ে যাবে শহরের একাধিক পুজোর। মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেন পুজোর এই নিয়েও বিজেপি সঙ্গে বিরোধ তুঙ্গে। রাজনৈতিক মহলে এই নিয়ে দড়িটানাটানি চলছে। তার মাঝেই রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে উঠেছে। তাতে আবার পুরস্কার নিয়েও শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular