Thursday, November 21, 2024
HomeBreakingগরু বিক্রি করা হচ্ছে কষাইদের, ইস্কনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মানেকা গান্ধী

গরু বিক্রি করা হচ্ছে কষাইদের, ইস্কনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মানেকা গান্ধী

ইস্কন গরু বিক্রি করছে কসাইদের। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেত্রী এবং অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট মানেকা গান্ধী। তিনি অভিযোগ করেছেন , গোশালার নামে চরম প্রতারণা করছে ইস্কন। আরো অভিযোগ কৃষ্ণসেবার নামে তৈরি গোশালা গুলি থেকে গরু কসাইদের বিক্রি করে দিচ্ছে এই সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য বৈষ্ণব ধর্মের এই সংস্থা গোটা বিশ্বে অত্যন্তই জনপ্রিয়। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে এই সংস্থার বিভিন্ন আশ্রম। গোটা দেশের অসংখ্য মানুষ এই সংস্থা থেকে দীক্ষা নিয়েছেন। এই সংস্থার জনপ্রিয়তা আন্তর্জাতিক স্তরে রয়েছে। বহু খ্যাতনামা এবং প্রভাবশালী ব্যক্তি এই সংস্থার দিক্ষিত। হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় সংস্থা এই ইস্কন। সেই ইস্কনের বিরুদ্ধে এতো বড় একটা অভিযোগ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ইস্কনকে নিয়ে মানেকা গান্ধীর করা অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতে মানেকা গান্ধীকে বলতে শোনা গিয়েছে ইস্কনের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর গোশালা থেকে নাকি কসাইদের গরু বিক্রি করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন সেই গোশালায় তিনি কোনও গরুর ডেয়ারি দেখতে পাননি। দেখতে পাননি কোনও বাছুরকেও। সব গরু সেখানকার বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী। মানেকা গান্ধীর এই অভিযোগ খারিজ করে দিয়েছেন ইস্কনের মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস। তিনি বলেছেন পুরো ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। উল্টে তিনি দাবি করেছেন গো রক্ষায় ইস্কন দেশে প্রথম এবং প্রধান। শুধু ভারত নয় গোটা বিশ্বেই এই কাজ করে থাকে ইস্কন। গো সেবায় পুরোপুরি নিয়োজিত ইস্কন। উল্টে তিনি দাবি করেছেন কোন গোশালা পরিদর্শন করে তিনি একথা বলছেন তা জানাতে। কারণ যে গোশালার কথা নেত্রী বলছেন সেখানকার কোনও কর্মীই তাঁকে সেখানে দেখেননি বলে পাল্টা প্রশ্ন তুলেছেন ইস্কনের মুখপাত্র গোবিন্দ দাস। ইস্কনের বিরুদ্ধে বিজেপি নেত্রীর এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সারা দেশে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular