শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: NIA Arrested 3 People in Khejuri Blast Case খেজুরি বোমা বিস্ফোরণের ঘটনায় বড়সড় সাফল্য এনআইএ-র। শাসকদলের এক নেতা-সহ ৩ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী দল। ধৃতেরা হলেন সমরশঙ্কর মণ্ডল, শেখ আরিফ বিল্লা ও শহিদুল আলি খান। এরমধ্যে সমরশঙ্কর খেজুরি জনকা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ও জনতা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। বাকি দুইজন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী বলেই পরিচিত।
চলতি বছরের ৩ জানুয়ারি খেজুরির পশ্চিম ভাঙনবাড়িতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হয় বেশ কয়েকজন। এর মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় একজনের। পরে হাসপাতালে মারা যান আরও একজন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বিস্ফোরণের ঘটনাকে সিলিন্ডার ব্লাস্ট বলেই প্রতিস্থাপন করেন তখন। এরপর বিস্ফোরণের খবর পেয়ে খেজুরির ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুদের স্তূপে দাঁড়িয়ে বাংলা অভিযোগ তুলে এনআইএ তদন্তের দাবি করেন শুভেন্দু। NIA Arrested 3 People in Khejuri Blast Case
এদিকে তৃণমূল নেতা গ্রেফতার প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, ‘রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য চক্রান্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।’
NIA Arrested 3 People in Khejuri Blast Case
আরও পড়ুন : Arjun Singh’s Politics দলবদলের কাউন্টডাউন শুরু, তৃণমূলের দিকে হেলতে শুরু করেছে অর্জুন সিংয়ের রথ
Published by Subhasish Mandal