শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Family of five murdered in UP উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে খেভরাজপুর গ্রামে একই পরিবারের পাঁচ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় আততায়ীর বিরুদ্ধে। মৃতেরা হলেন রাজকুমার যাদব (৫৫), রাজকুমারের মেয়ে মনীষা (২৫), রাজকুমারের স্ত্রী কুসুম (৫০), রাজকুমারের পুত্রবধূ সবিতা (৩০), এবং রাজকুমারের নাতনি মিতাক্ষী (২)। পাঁচ বছরের শিশু সাক্ষী কোনওক্রমে প্রাণে প্রাণে বেঁচেছে, তার চিকিৎসা চলছে হাসপাতলে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “দুঃখজনক ঘটনা। তদন্ত শেষ হলেই দোষীরা শাস্তি পাবে। এই কঠিন সময়ে সরকার পরিবারের পাশে আছে।”
এদিকে প্রয়াগরাজের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সপা প্রধান অখিলেশ যাদব অভিযোগ করে বলেন, “বিজেপির দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশ অপরাধে ডুবে গিয়েছে।” বসপা নেত্রী মায়াবতীর বক্তব্য, “প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের নৃশংস হত্যা দুঃখজনক, নিন্দনীয় এবং উদ্বেগের। সরকারের উচিত ঘটনার গভীর পর্যন্ত তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া।” পাশাপাশি খেভরাজপুর গ্রামে আজ ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজই দোলা সেন, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে, জ্যোৎস্না মান্ডি এবং ললিতেশ ত্রিপাঠীকে নিয়ে গড়া পাঁচ সদস্যের তৃণমূল দল প্রয়াগরাজ যাচ্ছে। Family of five murdered in UP
भाजपा 2.0 के राज में ~ यूपी डूबा अपराध में
आज का अपराधनामा pic.twitter.com/VceC9KlsdD
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 23, 2022
পাঁচ সদস্যের মৃতদেহ তাদের বাড়ির মধ্যেই পাওয়া গেছে। মহিলা ও তিন কন্যার গলা কাটা অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে এবং লোকটিকে একটি ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় বাড়ির ভিতর থেকেই পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত পাঁচজনেরই মাথায় আঘাত ছিল। পাঁচ সদস্যকে মাথা থেঁতলে খুন করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। তবে ধর্ষণের অভিযোগ উঠলেও রাজকুমারের মেয়ে মনীষা এবং পুত্রবধূ সবিতা ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছে এবং পরীক্ষার জন্য এফএসএল ল্যাবে পাঠানো হয়েছে। অপরাধ সংঘটনের পর আক্রান্তদের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। Family of five murdered in UP
Our #FactFinding team is on their way to #Prayagraj.
The incident MUST NOT BE COVERED UP.@myogiadityanath, you have failed your people as the CM! pic.twitter.com/lmOtoa1ooY
— All India Trinamool Congress (@AITCofficial) April 24, 2022
প্রয়াগরাজের এসএসপি অজয় কুমার বলেন, “বেডরুমে আগুন লেগেছিল যা ফায়ার ব্রিগেড নিভিয়ে দিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ঘটনার পিছনের কারণ স্পষ্ট নয়। তদন্তভার এসটিএফের হাতে দেওয়া হয়েছে। তদন্ত চলছে। তবে দেহগুলি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে পাথর, ইট বা ভোঁতা কোনও অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে।” Family of five murdered in UP
জেলাশাসক সঞ্জয় কুমার খাতরি জানান, “শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাজকুমার যাদবের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির ভেতর থেকে পাঁচজনের দেহ উদ্ধার করে।”
Family of five murdered in UP
Published by Subhasish Mandal