Thursday, November 21, 2024
HomeদেশAdityanath's goal to invest in UP ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য,...

Adityanath’s goal to invest in UP ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য, উত্তরপ্রদেশে বিশ্ব বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলন করবেন যোগী আদিত্যনাথ

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Adityanath’s goal to invest in UP দ্বিতীয়বার উত্তরপ্রদেশের কুর্সিতে বসেই ফের মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের শীর্ষ আধিকারিকদের আগামী দুই বছরের মধ্যে উত্তরপ্রদেশে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য নিয়ে একটি বিশ্ব বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলন (Global Investors’ Summit) আয়োজন করতে বলেছেন আদিত্যনাথ। এক সরকারি মুখপাত্র উদ্ধৃত করে বলেছেন যে, পরিকাঠামো এবং শিল্প উন্নয়ন খাতের ১১টি বিভাগের ভবিষ্যত কর্ম পরিকল্পনা পর্যালোচনা করার পরে মুখ্যমন্ত্রী এই নির্দেশিকা দিয়েছেন।

২০১৮ সালে শেষবার হয় ‘উত্তরপ্রদেশ ইনভেস্টরস সামিট’

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘২০১৮ সালে লখনউতে অনুষ্ঠিত সর্বশেষ উত্তরপ্রদেশ বিনিয়োগকারী সম্মেলনে ৪.৬৮ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছিল। এর মধ্যে ৩ লক্ষ কোটি টাকারও বেশি প্রস্তাব বাস্তবায়িত হচ্ছে। আগামী দুই বছরে উত্তরপ্রদেশ একটি ‘গ্লোবাল ইনভেস্টর সামিট’ আয়োজন করবে। এবার আমাদের ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’ Adityanath’s goal to invest in UP

লখনউতে ২০১৮ সালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

তিনি আরও বলেন, ‘এই শীর্ষ সম্মেলন নতুন উত্তরপ্রদেশের আকাঙ্খাকে উড়তে সাহায্য করবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে। টিম ইউপি ব্যবসায়ে সারা দেশের মধ্যে জাতীয় র্যাঙ্কিং উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করবে এবং বিনিয়োগ ও ব্যবসায়ের নিয়মগুলি আরও সরলীকরণ করবে। পাশাপাশি রাজ্যের রফতানি ১.৫ লক্ষ কোটি থেকে ২ লক্ষ কোটি টাকায় বাড়ানোর জন্য পরিকল্পিতভাবে কাজ করতে হবে। এই বিষয়ে একটি বিশদ কর্ম পরিকল্পনা তৈরি করা উচিত।’

Adityanath’s goal to invest in UP

আরও পড়ুন : WHO Chief Tedros Ghebreyesus visit in India তিন দিনের ভারত সফরে হু প্রধান টেড্রস গেব্রিয়েসাস, প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন বৈঠক

আরও পড়ুন : Bank Time change বদলে গেল ব্যাঙ্কের সময়, গ্রাহকদের সুবিধা হল কিনা জেনে নিন

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular