Sunday, November 24, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ারTortoise Rescue পাচারের আগে উদ্ধার হওয়া বিশাল কচ্ছপটিকে পাঠানো হল রাজাভাতখাওয়া রেসিকিউ...

Tortoise Rescue পাচারের আগে উদ্ধার হওয়া বিশাল কচ্ছপটিকে পাঠানো হল রাজাভাতখাওয়া রেসিকিউ সেন্টারে

অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা: Tortoise Rescue আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চাপরের পাড় এক নম্বর অঞ্চলের ধারেয়ারহাট এলাকা থেকে রবিবার উদ্ধার হওয়া কচ্ছপটিকে বন দফতরের কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেসিকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার এই বিষয়টি প্রকাশ করেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের উচ্চপদস্থ অধিকারিকরা। এই বিষয় উল্লেখ্য চোরাপথে কচ্ছপ পাচারের আগেই চার ফুট লম্বা বিশাল আকারের কচ্ছপটিকে উদ্ধার করে আলিপুরদুয়ার পুলিশ। চাপরের পাড় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধারেয়ারহাট এলাকা থেকে চার পা বাঁধা অবস্হায় এই কচ্ছপটিকে উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের হাতে তুলে দেয় পুলিশ। বন দফতরের পশু চিকিৎসক এসে কচ্ছপটিকে পরীক্ষা করেন ৷ বর্তমানে কচ্ছপটিকে রাজাভাতখাওয়া রেসিকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক পরীক্ষার পর কচ্ছপটিকে তার নিজের পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে ৷

Tortoise Rescue

আরও পড়ুন: Robbery in Cooch Behar মাথাভাঙায় লক্ষাধিক টাকার সোনার সামগ্রী ও নগদ নিয়ে চম্পট দুষ্কৃতীদের

Published by Subhasish Mandal 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular