Wednesday, December 18, 2024
Homeরাজ্যকোচবিহারRobbery in Cooch Behar মাথাভাঙায় লক্ষাধিক টাকার সোনার সামগ্রী ও নগদ নিয়ে...

Robbery in Cooch Behar মাথাভাঙায় লক্ষাধিক টাকার সোনার সামগ্রী ও নগদ নিয়ে চম্পট দুষ্কৃতীদের

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Robbery in Cooch Behar ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দরজা ভেঙে লক্ষাধিক টাকার সোনার সামগ্রী ও নগদ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি মাথাভাঙা-১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকার। জানা গেছে পরিবারের সদস্যরা পুজোর জন্য অন্যত্র গিয়েছিলেন। এরপর শনিবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসলে দেখতে পান ঘরের পেছনের দরজা ভাঙা রয়েছে। ঘরের ভিতরে ঢুকে দেখেন ভাঙা রয়েছে আলমারির বিভিন্ন লকারও। সেখানে থাকা কয়েক লক্ষাধিক টাকার সোনার জিনিসপত্র-সহ নগদ টাকা চুরি হয়ে গেছে।

এরপর পরিবারের পক্ষ থেকে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। তবে মাথাভাঙা শহরে এবং শহরের পার্শ্ববর্তী এলাকায় চুরির ঘটনা ক্রমাগত বাড়তে থাকায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

Robbery in Cooch Behar

আরও পড়ুন: Arrested Woman with Drugs ৫০০ গ্রাম হেরোইন-সহ মুর্শিদাবাদে গ্রেফতার এক মহিলা

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular