কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Governor Jagdeep Dhankhar at Assembly আজ বিআর আম্বেডকরের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বিধানসভায় এসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে পাল্টা বক্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন নয়! তবে রাজ্যের বর্তমান প্রেক্ষিতে তা এখন চরমে। গত বুধবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
এ দিন আম্বেডকর জয়ন্তী উপলক্ষে বিধানসভায় যান তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখেই ফের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন। ধনকর বলেন, “বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার। পুড়িয়ে মারা হচ্ছে এখানে। অন্য দিকে চাকরি নিয়েও দুর্নীতি। সিবিআই তদন্ত নিয়ে এত প্রশ্ন কেন? আমি রিপোর্ট চাইলে, তা পাঠায় না রাজ্য। মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে। ভোটের পর থেকেই হিংসা ঘটে চলেছে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিছু মানুষ কি আইনের ঊর্ধ্বে?” Governor Jagdeep Dhankhar at Assembly
কয়েক দিন ধরে বিশৃঙ্খল ঘটনা দেখেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতিকে নিয়ে উষ্মা প্রকাশ করেন একাংশের আইনজীবী। দু’তরফের আইনজীবীর মধ্যে হাতাহাতিও বেঁধে গিয়েছে আদালত চত্বরে। সে প্রসঙ্গে ধনকর বলেন, “হাইকোর্টে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আদালত বিচারের মন্দির। সেখানে মাথানত করা উচিত নয়। রাজ্যের মানুষ ভয়ের মধ্যে রয়েছে। শাসন ব্যবস্থা একটা নির্দিষ্ট দিকে চলা উচিত।” Governor Jagdeep Dhankhar at Assembly
এর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রত্যেকেরই নিজস্ব গণ্ডি রয়েছে। সেই গণ্ডি মেনেই কাজ করা উচিত। রাজ্যপাল অনেক কিছুই বললেন। সেগুলো পুরোপুরি ঠিক নয়। আমরাও সংবিধান মেনেই কাজ করি।” Governor Jagdeep Dhankhar at Assembly
রাজ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনা ও হাইকোর্টে আইনজীবীদের গোলমালের ঘটনা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। বিকেলে মুখ্যসচিব এবং ডিজির সঙ্গে বৈঠকও করেন তিনি।
Governor Jagdeep Dhankhar at Assembly
Published by Subhasish Mandal