Sunday, November 24, 2024
Homeরাজ্যকলকাতাBy-elections in two centers in West Bengal আসানসোল ও বালিগঞ্জ– দুই কেন্দ্রে...

By-elections in two centers in West Bengal আসানসোল ও বালিগঞ্জ– দুই কেন্দ্রে চলছে উপনির্বাচন, বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তির ছবি

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: By-elections in two centers in West Bengal রাজ্যে উপনির্বাচন চলছে দুই কেন্দ্রে। উপনির্বাচন হচ্ছে আসানসোল ও বালিগঞ্জে। দুই কেন্দ্রেই এবার চতুর্মুখী লড়াই হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আসানসোল ও বালিগঞ্জকে। নিরাপত্তায় মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরমধ্যে আসানসোলে ১২১ ও বালিগঞ্জে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবারে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় আড়াই লাখ। মোট ৩০০টি বুথ রয়েছে। তার মধ্যে ২৩টি স্পর্শকাতর বুথ। পাশাপাশি আসানসোলে ভোটার সংখ্যা ১৭ লক্ষের বেশি। ভোট গ্রহণ হচ্ছে ২ হাজার ১০৯টি বুথে। নিরাপত্তায় রয়েছে প্রায় ১৯ হাজার কেন্দ্রীয় বাহিনী। ফলপ্রকাশ হবে আগামী শনিবার। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল ৯টা পর্যন্ত বালিগঞ্জ কেন্দ্রে ভোট পড়েছে ৮% এবং আসানসোল কেন্দ্রে ভোট পড়েছে ১২.৭৭%।

এদিন ভোট শুরুর আগেই উত্তেজনা দেখা দেয় বালিগঞ্জের অশোকা হল স্কুলের বুথে। এখানকার ১৭৪ নং বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। বুথে দাঁড়িয়েই সেক্টর অফিসারকে ফোন করে প্রিসাইডিং অফিসারে নামে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভার মর্ডান হাই স্কুলের বুথে কলকাতা পুলিশকে দেখে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। এ নিয়ে অভিযোগ জানান কেন্দ্রীয় বাহিনীর কাছে। By-elections in two centers in West Bengal

অন্যদিকে বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এ বিষয়ে সেক্টর অফিসারের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। বালিগঞ্জের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার ধরা নিয়ে উত্তেজনা ছড়ায়। ভুয়ো ভোটার ধরার দাবি করলেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তাঁর দাবি, ভোটার কার্ড ছাড়াই ভোট দেওয়ার চেষ্টা করেন এক মহিলা। এর আগে এই মহিলাই নাকি দুটি বুথে ভোটও দেন বলে অভিযোগ করলেন সায়রা হালিম। By-elections in two centers in West Bengal

অন্যদিকে আসানসোল লোকসভা উপনির্বাচনে বেলা বাড়তেই উত্তেজনা খবর আসতে শুরু করেছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে অভিযোগ তুলে বারাবনি থানার ওসি-কে সরাতে কমিশনের কাছে আর্জি জানিয়েছে আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমত্রা পাল। বারাবনির ১৭৫ নম্বর বুথে ধুন্ধুমার। ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। বহিরাগতরা জড়ো হয়েছে অভিযোগ তুলতেই ভাঙচুর চালানো হয় অগ্নিমিত্রা পালের গাড়িতে। এমনকী তাঁর গাড়িতে পাথরবৃষ্টির পাশাপাশি লাঠির বাড়িও মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত হন অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী। অগ্নিমিত্রার দাবি, পুলিশের সামনেই তৃণমূল হামলা চালিয়েছে। By-elections in two centers in West Bengal

এদিকে আসানসোলের ২৪১ নং বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, বাইরে থেকে লোক এনে জড়ো করা হয়েছে এই বুথে। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। By-elections in two centers in West Bengal

আরও পড়ুন : Bagdogra Airport রানওয়ে সংস্কারের প্রয়োজনে ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ বাগডোগরা বিমানবন্দর

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular