Wednesday, December 18, 2024
Homeরাজ্যকোচবিহারCursed day of Shitalkuchi রাত পোহালেই শীতলকুচির অভিশপ্ত দিন! জওয়ানদের গুলিতে মৃত...

Cursed day of Shitalkuchi রাত পোহালেই শীতলকুচির অভিশপ্ত দিন! জওয়ানদের গুলিতে মৃত চার শহিদকে স্মরণ করবে কোচবিহার

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Cursed day of Shitalkuchi শীতলকুচি ১২৬ নং বুথে গত ২০২১-এর ১০ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চারজনের। আর সেই চারজনের স্মৃতিতে ওই বুথে স্কুল মাঠে তৈরি হয়েছে শহিদ বেদি। আগামীকাল সেই অভিশপ্ত ঘটনার একবছর। অভিযোগ, ২০২১-এর বিধানসভা ভোটের চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে ৫/১২৬ নং বুথে প্রাণ যায় মনিরুজ্জামান মিয়া, হামিদুল মিয়া, ছামিউল হক এবং নূর আলম মিয়ার।

আজ ঠিক আগের দিন ১২৬ নং বুথে সেই প্রস্তুতি চলছে। প্রয়াত শহিদদের স্মরণ করবে শহিদ স্মৃতি রক্ষা কমিটি। স্কুল মাঠেই তৈরি হয়েছে স্মরণ মঞ্চ। থাকবে শাসক দলের বিভিন্ন প্রতিনিধিরা। শহিদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি আলিজার রহমান জানিয়েছেন, মূলত আগামীকাল কমিটির পক্ষ থেকে শহিদ দিবস পালন করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শাস্তির দাবি জানানো হবে। Cursed day of Shitalkuchi

মৃত পরিবারের সদস্যরা বলেন, আজও আমরা সেই স্মৃতি ভুলতে পারিনি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে তরতাজা চারটি প্রাণ চলে গেছে ভোটের দিন। আগামীকাল তাঁদের স্মৃতিতে মাল্যদান করা হবে, এটা ভালো উদ্যোগ। তবে এক বছর পূর্ণ হতে চলছে কিন্তু আমরা এই ঘটনার ন্যায় বিচার আজও পেলাম না! আমরা পাইনি কেন্দ্রীয় কোনও সাহায্য। রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়েছিল। তবে তিনটি পরিবারের সদস্যরা চাকরি পেলেও একটি পরিবারের সদস্য এখনও চাকরি পাননি।

Cursed day of Shitalkuchi

আরও পড়ুন : Allegations of Rape Against Policeman ধর্ষণে অভিযুক্ত পুলিশকর্মী! মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল খড়্গপুর গ্রামীণ থানা

আরও পড়ুন : Amit Shah’s Thoughts on Hindi Language ‘দেশের সমস্ত রাজ্যের সরকারি কাজ হোক হিন্দিতে’, অমিত-বচনে ফের প্রতিবাদের ইঙ্গিত দেশজুড়ে

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular