সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা : IPL 2022: CSK vs SRH, Match 17; চলতি আইপিএল ২০২২ এ শনিবার দুপুরে ১৭ নম্বর ম্যাচে, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।
তিন ম্যাচের সবকটিতেই হেরে এই মুহূর্তে বেশ খারাপ অবস্থায় রয়েছে চেন্নাই। চেন্নাই এর আগের ম্যাচে দ্বিতীয় ব্যাট করে, পাঞ্জাব কিংসের বোলিং আক্রমণের বিরুদ্ধে লক্ষ্যের রান তাড়া করতে ব্যর্থ হয় এবং ৫৪ রানে হেরে যায়। দলের প্রথম দিকের ব্যাটসম্যানরা এখনো ভাল রান পাননি। এই গলদ কাটিয়ে উঠতে হবে।
অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ ,তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারানোর চমৎকার সুযোগ পেয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ মুহুর্তে উইকেট হারানোর ফলে তারা প্রথম পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হয়। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই উন্নতি করতে হবে হায়দরাবাদকে।
এই ম্যাচ থেকেই তাই দুই দলই চাইবে এবারের টুর্নামেন্টে নিজেদের জয়ের খাতা খুলতে। তাই শনিবার দুপুরে দুই দলই জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি।
Published by Samyajit Ghosh