তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা Specially abled student determination কথায় আছে,ইচ্ছা থাকলে – ইচ্ছা পূরণ। তারই প্রমাণ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুলে গিয়ে।
এখন চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে দেখা গেল ট্রাই সাইকেলে করে পরীক্ষার হলের দিকে যাচ্ছিলেন বিশেষভাবে সক্ষম ছাত্র মহঃ জাহিরুল হক।
তার বাড়ি সোনাপুর অঞ্চলের বিন্নাবাড়ি গ্রামে। তিন ভাইয়ের মধ্যে জাহিরুল বিশেষভাবে সক্ষম । তার পা অচল। তাই ট্রাই সাইকেলই তার চলা ফেরার ভরসা। কিন্তু অদম্য সাহস আর প্রবল ইচ্ছাশক্তির কাছে সে যেন প্রতিবন্ধকতাকে হার মানিয়েছেন।
জাহিরুল আর পাঁচটা সুস্থ ছাত্রের সাথে পাল্লা দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ ট্রাই সাইকেল চালিয়ে সময়মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার হলে পৌঁছান। জাহিরুল জানান, তাকে ভাল রেজাল্ট করতে হবে এবং লেখা পড়ায় সে কোন মতেই পিছপা হবেন না। তার স্বপ্ন ভবিষ্যতে সে একজন উকিল হতে চায়। জাহিরুল প্রমাণ করে দিচ্ছে মনের জোর আর ইচ্ছা শক্তির কাছে সব প্রতিবন্ধকতা হার মেনে যায়।
Published by Samyajit Ghosh