সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Leopard Body Recovered চা বাগান সংলগ্ন রাস্তার উপর চিতাবাঘের দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বানারহাট ব্লকের তোতাপাড়া এবং জ্বালাপাড়া মধ্যবর্তী রাস্তার উপর। জানা যায়, এদিন সকালে স্থানীয়রাই রাস্তার উপর চিতাবাঘটির দেহ দেখতে পান। প্রাতর্ভ্রমণে বেরিয়ে রাস্তার উপর চিতাবাঘের দেহ দেখতে পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে আসে।
প্রাথমিক ভাবে অনুমান বেপোরোয়া কোনও গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। তবে দেহটি ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে বন দফতর সূত্রে খবর। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে চিতাবাঘটির বয়স আনুমানিক তিন বছর এবং এটি পুরুষ চিতাবাঘ। অনুমান তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।
Leopard Body Recovered
————
Published by Subhasish Mandal