অনিসা পোদ্দার, ইন্ডিয়া নিউজ বাংলা, আলিপুরদুয়ার: Smuggled Pine wood recovered চোরা চালান রুখতে আবারও বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ির পুলিশ।আগরতলা থেকে ভিলাই পাচারের পথে বিরাট অঙ্কের চোরাই পাইন কাঠ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রুটিন নাকা চেকিংয়ের সময় আসামের দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাক তল্লাশির জন্য পাকড়িগুড়িতে দাঁড় করায় বারবিশা ফাঁড়ির নাকা তল্লাশির পুলিশ দল। তল্লাশিতে ওই ট্রাক থেকে দুশো কিউবিক ফুট দুর্মূল্য পাইন কাঠের দরজা , জানালার সুদৃশ্য ডিজাইন করা লেমিনেটেড কাঠামো উদ্ধার করে পুলিশ। যার অনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকার ওপরে। অন্যান্য কাঠ চোরাই বাজারে টাকার বিনিময়ে পাওয়া গেলেও, এই পাইন কাঠ পাওয়া খুব সহজ নয়। বিশেষ করে এই কাঠ পাহাড়েই পাওয়া যায়।ওই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে কুমারগ্রাম থানার পুলিশ ।।
Published by Samyajit Ghosh