অশোক ভট্টাচার্য, ইন্ডিয়া নিউজ বাংলা, ঝাড়গ্রাম : Landmine recovery bring back Maoist threat মাওবাদী বনধের আগের দিন বেলপাহাড়ীর জঙ্গল রাস্তায় ল্যান্ড মাইন উদ্ধারের ঘটনায় রীতিমত সিঁদুরে মেঘ দেখা দিয়েছে জঙ্গলমহলের আকাশে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের ওদোলচুয়া ,বালিচুয়া পেরিয়ে জমাইমারি যাওয়ার রাস্তায় পড়ে লবনী গ্রাম । লবনী গ্রামে রয়েছে ১৮৪ সিআরপিএফ এর ক্যাম্প । জঙ্গল ও পাহাড়ে ঘেরা লবনী গ্রামের রাস্তায় বৃহস্পতিবার সকালে একটি ল্যান্ডমাইন রাস্তায় পোতা অবস্থায় দেখতে পাওয়া যায় । তারপরেই ঘটনাস্থলে বেলপাহাড়ি থানার পুলিশ, সিআরপিএফ এবং বম্ব স্কোয়াদ গিয়ে ল্যান্ডমাইনটিকে নিষ্ক্রিয় করে বলে জানা গিয়েছে ।
আগামী বছর ২০২৩ সালে এপ্রিল বা মে মাসে রয়েছে পঞ্চায়েত নির্বাচন । এই পঞ্চায়েত নির্বাচনে প্রভাব ফেলার জন্যই এই ধরনের কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে জঙ্গলমহলে এমনটাই মত অনেকের । বেশ কয়েকদিন বিনপুর থানা অন্তর্গত কাঁকো এবং মোহনপুর এলাকায় মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছে । যে পোস্টার গুলিতে লাল কালিতে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে লেখা থাকছে তৃণমূল নেতারা সাবধান । দুর্নীতিগ্রস্ত স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে মাও নামাঙ্কিত পোস্টার গুলিতে । এবং পোস্টার গুলির নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী । উদ্ধার হওয়া মাও নামাঙ্কিত পোস্টারে ৮ই এপ্রিল বাংলা বনধের ডাক দেওয়া এবং গতকাল বনধ সফল করার হুঁশিয়ারি দিয়ে বিনপুর থানার অন্তর্গত মোহনপুরে মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । পোস্টার উদ্ধারের পর এদিন ল্যান্ডমাইন উদ্ধারের ঘটনায় রীতিমতো এক আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে জঙ্গলমহলে ।
ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, বেলপাহড়ির লবনীতে একটি ল্যান্ডমাইন্ড উদ্ধার হয়ছে, যেটি তিন চারদিন আগে পোতা হয়ে ছিল । ল্যান্ডমাইন্ডটি এদিন বোম স্কোয়াড উদ্ধার করে নিষ্ক্রিয় করে । কারা কি ভাবে করল তা খতিয়ে দেখা হচ্ছে । যেখানে ল্যান্ডমাইন্ডটি উদ্ধার তার ঠিক ছয়শো মিটারের মধ্যে সিআরপিএফ ক্যাম্প রয়েছে ।
Published by Samyajit Ghosh