ইন্ডিয়া নিউজ বাংলা
Rampurhat Murder
মুম্বই : রামপুরহাটের বগটুইকান্ডে চারজনকে মুম্বই থেকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃত চারজনের মধ্যে দু জনের নাম রয়েছে সিটের এফআইআরে। সুত্রের খবর, মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ আরও দুই অভিযুক্ত গ্রেফতার। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ট্রানজিট রিমান্ডে তাঁদের বাংলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বগটুইয়ের ঘটনায় ইতিমধ্যেই সিট ২১ জনকে গ্রেফতার করেছে। সিবিআই সূত্রের খবর ধৃতদের তালিকায় রয়েছে বাপ্পা শেখ, সাবু শেখের নাম।
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন ধরানো হয়। এই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গেই গ্রামে তাণ্ডব চালিয়েছিলেন ধৃত বাপ্পা, সাবুরা। ঘটনার পরই অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সিবিআই গোপন সূত্রে খবর পায়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন পালিয়ে মুম্বইযে ই গা ঢাকা দিয়ে আছেন। সেই খবর মতোই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযক্তদের পাকড়াও করে সিবিআই।ভাদু শেখ খুনের কিনারা করতে চারজনের গ্রেফতার গুরুত্বপূর্ন ভূমিকা নেবে একই সঙ্গে মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করা অনেক সহজ হবে।
Rampurhat Murder