Sunday, November 24, 2024
HomeদেশDramatic incident outside Gorakhnath Temple উত্তরপ্রদেশে গোরক্ষনাথ মন্দিরের বাইরে দুষ্কৃতী তাণ্ডব, ‘সন্ত্রাসী...

Dramatic incident outside Gorakhnath Temple উত্তরপ্রদেশে গোরক্ষনাথ মন্দিরের বাইরে দুষ্কৃতী তাণ্ডব, ‘সন্ত্রাসী হামলা’ কিনা খতিয়ে দেখছে প্রশাসন

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Dramatic incident outside Gorakhnath Temple উত্তরপ্রদেশের গোরখপুরের গোরক্ষনাথ মন্দিরের বাইরে ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালাল আইআইটি স্নাতক যুবক আহমেদ মুর্তজা আব্বাসী। গতকাল সন্ধ্যায় ধর্মীয় স্লোগান দিতে দিতে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করছিল ওই যুবক। কিন্তু মন্দিরে অতিরিক্ত ভিড় থাকায় পুলিশি বাধা পেয়ে বেরিয়ে আসে সে।

এক পুলিশ আধিকারিক জানায়, ‘ধর্মীয় স্লোগান দিতে গিয়ে অভিযুক্ত আহমেদ মুর্তজা আব্বাসী জোর করে গোরক্ষনাথ মন্দিরে প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু পুলিশ তাকে বাধা দেয়।’ এদিকে ইউপি সরকার গোরক্ষনাথ মন্দিরের ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ কিনা তা খতিয়ে দেখার জন্য এটিএস-এর কাছে হস্তান্তর করেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সুতরাং মন্দিরে এই ধরনের হামলার পরই দ্রুতই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন।

উত্তরপ্রদেশের এডিজি (আইন ও শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, ‘ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া এলটিএম দেখে মনে হচ্ছে একটি বড় ষড়যন্ত্র চলছে এবং আমরা অস্বীকার করতে পারি না যে এটি একটি সন্ত্রাসী হামলা হতে পারে। দুটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে।’ Dramatic incident outside Gorakhnath Temple

পূলিশ জানিয়েছে, গোরক্ষপুরের বাসিন্দা আহমেদ মুর্তজা আব্বাসী ২০১৫ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বোম্বে থেকে স্নাতক হয়। মন্দিরে ঢুকতে বাধা পেয়ে মুর্তজা বাইরে অস্ত্র হাতে তাণ্ডব চালাতে শুরু করে। পুলিশ ধরতে গেলে সে তেড়ে যায়। এমনকী ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশকে আক্রমণও করে। এরপর তার দিকে ঢিল ছুঁড়তে থাকে পুলিশ ও স্থানীয়রা। কিছুতেই বাগে আনতে না পেরে অবশেষে একত্রিত হয়ে সবাই দৌঁড়ে গিয়ে ধরে ফেলে আহমেদ মুর্তজা আব্বাসীকে। রবিবার সন্ধ্যা ৭টার সময় গোরক্ষনাথ মন্দিরের গেটের বাইরে এ ঘটনা স্বাভাবিক ভাবেই উত্তেজনা তৈরি হয়। ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি ফোন ও একটি টিকিট পাওয়া গেছে। মুর্তজা ও আহত দুই পুলিশ সদস্যকে সে আক্রমণ করেছিল তারা সবাই হাসপাতালে ভর্তি।

Dramatic incident outside Gorakhnath Temple

আরও পড়ুন : Threat to Assassinate PM Narendra Modi প্রধানমন্ত্রীকে প্রাণে মারার হুমকি! এনআইএ-র মুম্বই শাখায় এল ইমেল, তৎপর গোয়েন্দারা

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular