Monday, November 25, 2024
Homeরাজ্যউত্তর দিনাজপুরTigers panic in Islampur ইসলামপুরে চা বাগানে বাঘ আতঙ্ক, জোরদার তল্লাশি বন...

Tigers panic in Islampur ইসলামপুরে চা বাগানে বাঘ আতঙ্ক, জোরদার তল্লাশি বন দফতরের

তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: Tigers panic in Islampur ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের কাঁচাকালি এলাকার চুয়াগাড়ি গ্রামের একটি চা বাগানে হঠাৎই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সন্ধের সময় চা বাগানের শ্রমিকরা কাজ সেরে যখন বাগান দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় এক শ্রমিক বাঘের মতন একটি জন্তুকে দেখতে পায়। আর তাতেই  আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

গ্রামবাসীরা জানিয়েছে তাঁরা বাঘের মতো একটি জন্তু দেখতে পায়।   চোপড়া থানার পুলিশ ও বন দফতরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আজ বন দফতরের কর্মীরা আসেন এলাকায়। চোপড়ার রেঞ্জ অফিসের  শ্যামসুন্দর ঝরিয়াল জানান, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে তল্লাশি চলছে। খোঁজখবর নেওয়া হচ্ছে আশেপাশের এলাকায়। তবে ওই বাগানের একজন আধিকারিক জানান, আজ বাগানের যে সাইটে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই বন্ধ করে রাখা হয়েছে। কাজ করা হয়নি। এই বাঘের ঘটনায় যথেষ্টই আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।

আরও পড়ুন : Higher Secondary Examination 2022 in West Bengal ছন্দে ফিরে শুরু হল উচ্চমাধ্যমিক, প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular