Friday, November 22, 2024
HomeদেশIndia-Russia Foreign Ministers Meet ‘ভারত ভাল বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার’, বিদেশমন্ত্রী এস...

India-Russia Foreign Ministers Meet ‘ভারত ভাল বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার’, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতে বললেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: India-Russia Foreign Ministers Meet ‘ভারত চাপের মধ্যে থেকে অবস্থান নিয়েছে, একথা আমি ভাবতে পারি না। ভারতের বিদেশনীতি বৈধ জাতীয় স্বার্থের উপর নির্মিত।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভ বলেন, ‘আমি বিশ্বাস করি যে ভারতীয় বৈদেশিক নীতিগুলি স্বাধীনভাবে চিন্তা করে প্রকৃত জাতীয় স্বার্থের উপর কেন্দ্রীভূত হয়৷ রাশিয়ান ফেডারেশনও একই নীতি অনুসরণ করে। দুই দেশের এই পারস্পরিকতাই আমাদেরকে বৃহৎ দেশ হিসাবে ভাল বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার করে তোলে।’

আরও পড়ুন : Washington denies Imran Khan’s Allegations পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে ইমরানের অভিযোগকে খণ্ডন করল হোয়াইট হাউস

দুই দেশের বিদেশমন্ত্রীর উচ্চ-পর্যায়ের আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছে বলে জানা যাচ্ছে তা হল, ভারত আরও বেশি পরিমাণে ছাড়যুক্ত রাশিয়ান তেল কিনতে পারে এবং উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য রুবেল-রুপির ব্যবস্থা রাখতে আগ্রহী হবে। India-Russia Foreign Ministers Meet

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘অনেক প্রতিকূলতা সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী ছিল। আমরা একটি ভারসাম্যপূর্ণ বিশ্বব্যবস্থা রাখতে আগ্রহী যা সম্পর্ককে মজবুত করে। আমাদের ২+২ আলোচনার পাশাপাশি দরকারি মিটিং হয়েছে। আমরা পরিচালনা করার মতো শক্তি, বিজ্ঞান, ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে প্রকল্পগুলির বাস্তবায়ন চালিয়ে যাচ্ছি। কোভিডে ভারতের ভূমিকা অনস্বীকার্য। আমরা ভারতের প্রশংসা করি।’

India-Russia Foreign Ministers Meet

আরও পড়ুন : Gujarat Cattle Control Bill 2022 Passed গবাদি পশু নিয়ন্ত্রণ বিল পাস গুজরাত বিধানসভায়, বিরোধিতায় কংগ্রেস

আরও পড়ুন : Theft in Balurghat Town বালুরঘাটের চকভৃগুতে একাধিক বাড়িতে পরপর চুরি, এলাকায় চাঞ্চল্য

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular