Sunday, November 3, 2024
HomeFootballWorld Cup 2022 ball has more speed এই বল বাতাসে আরও দ্রুততর,মেসির...

World Cup 2022 ball has more speed এই বল বাতাসে আরও দ্রুততর,মেসির উপস্থিতিতে কাতার বিশ্বকাপের বল উন্মোচন

 

সাম‍্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: World Cup 2022 ball has more speed
অনেক পরীক্ষা-নীরিক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপের বল উন্মোচন করা হয়েছে। বলটির নাম দেওয়া হয়েছে ‘আল রিহলা।’

আরবি ভাষার এই শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘যাত্রা’। প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে এই বলের গতি বাতাসে অন্য আগের বলে থেকে বেশি। আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত হতে যাওয়া বিশ্বকাপের আয়োজক দেশের সংস্কৃতি, স্থাপত্য, প্রতীকী নৌকা ও তাদের পতাকার রংয়ের মিশেলে তৈরি করা হয়েছে কাতার বিশ্বকাপের বলটি।

কাতার বিশ্বকাপের বল আল রিহলা, এই বল বাতাসে বেশি গতিতে ছুটবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার বলটির উন্মোচন করে ফিফা। এতে অংশ নেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন।

কাতারে মেসি

World Cup 2022 ball has more speed

নতুন বিশ্বকাপের বল বাতাসে বেশি গতিময়

ফিফার মতে, বর্তমানের গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলানোর বিষয়টি বিবেচনায় নিয়েই তৈরি করা হয়েছে বলটি। প্রস্তুতকারী প্রতিষ্ঠান  ও ফিফার দাবি, বিশ্বকাপের ইতিহাসে এর আগে যত বল তৈরি হয়েছে তার চেয়ে এটি বাতাসে বেশি গতিতে ছোটে।

এই বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular