সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা:IPL 2022: RCB vs KKR new records ; রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচের রুদ্ধশ্বাস পরিণতি হয়। কোহলিদের সামনে ১২৯ রানের লক্ষ্য ছিল। বিরাট কোহলির দলের কিন্তু সেটা করতেও লড়াই করতে হল। শেষ পর্যন্ত তিন উইকেটে জয়ী হয় ব্যাঙ্গালোর।
অন্যদিকে কেকেআরের ব্যাটিং লাইনআপ ভাঙ্গার পেছনে ব্যাঙ্গালোরের বোলাররা দারুণভাবে সফল। শ্রীলংকার হাসারাঙ্গা ৪ উইকেট নেন, কিন্তু তার আগে বাংলা রঞ্জি দলের পেসার আকাশদীপ চমকে দিলেন। প্রথমেই কোহলিদের ব্যাটিং লাইনআপে ধাক্কা দেন আকাশদীপ। তবে এরপর আরেকটি নজির গড়লেন হর্শল প্যাটেল। তিনি পরপর দুই ওভারে কোনও রান দেননি, অর্থাৎ পরপর দুটি মেডেন ওভার করে নতুন রেকর্ড করেন। এর আগে তার সতীর্থ মহম্মদ সিরাজ ২০২০ আইপিএলে পরপর দুটি মেডেন ওভার করেছিলেন, এবং তাৎপর্যপূর্ণ ভাবে কেকেআরের বিরুদ্ধেই।
অন্যদিকে শাহবাজ আহমেদ, আরেক বাংলার ক্রিকেটারও ব্যাটে- বলে দুর্দান্ত খেলে নজর কাড়লেন। ম্যাচের পরে হর্শল প্যাটেল এবং আকাশদীপ নিজেদের কথোপকথনের মধ্যে, হর্শলের কীর্তি নিয়ে বললেন। কিভাবে পরপর দুটি ওভার মেডেন বল করেছেন।
Impressive 3⃣-wicket haul ?
Back-to-back maiden overs ?
Thrilling finish ?Match-winners @HarshalPatel23 & Akash Deep relive @RCBTweets' dramatic finish against #KKR. ? ? – By @ameyatilak
Full interview ? ? #TATAIPL | #RCBvKKRhttps://t.co/95V4HzKuZQ pic.twitter.com/Iwj1KeOMCJ
— IndianPremierLeague (@IPL) March 31, 2022
Published by Samyajit Ghosh