কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Bimal Gurung in Hill Politics জিটিএ নির্বাচন কাছে আসতেই বেঁকে বসলেন বিমল গুরুং। সূত্রের খবর, খুব সম্ভবত বিমল গুরুং এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। তিনি জানিয়েছেন যে শুধু জিটিএ ভোট নয়, পাহাড়ের স্থায়ী সমাধানের দাবি চান তাঁরা। দাবি না মানলে অনশনে বসার কথাও ঘোষণা করেছেন গুরুং।
একুশের ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে গুরুং পাহাড়ে ফিরেছিলেন। তারপর হঠাৎ এই বেসুরো মনোভাব কেন? মুখ্যমন্ত্রীর পাহাড় নিয়ে চিন্তাভাবনা বিমল গুরুংয়ের মনে চাপানউতোর সৃষ্টি করেছিল। তাই কোনও রকমেই জিটিএ নির্বাচন তিনি চাইছেন না। পাহাড়ের সমস্যা সমাধানের দাবিতে ২ এপ্রিল তিনি একটি আলোচনা সভা ডেকেছেন। এই আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তকে। সঙ্গে অনীক থাপার প্রজাতান্ত্রিক মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টিকেও আমন্ত্রিত করা হয়েছে। বিজেপির সংসদ তা সমর্থন করার পরেই বিমল গুরুংয়ের বিজেপি যোগ দেওয়ার ঘটনার জল্পনা তুঙ্গে উঠেছে। Bimal Gurung in Hill Politics
দার্জিলিংয়ের লাগোয়া এলাকায় মালিধূরার কাঞ্চনজঙ্ঘা স্কুল মাঠে নারী মোর্চার একটি সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন রোশন গিরি এবং বিমল গুরুং। সেখানে বক্তব্যে গুরুং বলেন, ‘পাহাড়ে আমি ছিলাম না, স্বভিমান বজায় ছিল। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে পাহাড়ের রাজনৈতিক সমস্যার একটা স্থায়ী সমাধান করবেন। জিটিএ চেয়ারের লোভে আমরা আসিনি। প্রয়োজনে আমরা অনশনে বসব।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ের এই সমস্যা শুধু পাহাড়ের নয়, কেন্দ্র ও রাজ্য দুজনেরই।’ Bimal Gurung in Hill Politics
এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন পাহাড়ে রাজনীতিতে নতুন মোড় আসতে চলেছে। কিছু বিশেষজ্ঞদের মতে, ‘দুই ভোটে হারের পরে নিজস্ব হাতে তৈরি জিটিএতে পরাজয়ের মুখ দেখতে চাইছেন না গুরুং।’ আবার কিছু পক্ষ বলছেন গুরুংয়ের দলের সংগঠন প্রজাতান্ত্রিক মোর্চা, হামরো পার্টির চাপে প্রায় তলানিতে ঠেকেছে। সেখানে নিজের দলের প্রাসঙ্গিকতা বাড়াতে গুরুং এ কাজ করছেন।’ এদিকে মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন নিয়ে যথেষ্টই তৎপর। তার এই তৎপরতার বিরোধিতা করেছে মোর্চা। রোশন গিরি-সহ মোর্চার আরও কিছু নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই বিরোধিতা জানিয়েছেন। রোশন গিরির এই কাজের মধ্যেই বিমল গুরুংয়ের বিজেপি যোগ দেওয়ার সূত্র লুকিয়ে রয়েছে। একুশের ভোটের বহু আগে থেকেই পৃথক রাজ্যের দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এদিকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উত্তরবঙ্গের বিজেপির সাংসদরা পৃথক রাজ্যের দাবি করেছিলেন। Bimal Gurung in Hill Politics
আগামী ২ এপ্রিলে আয়োজিত কনভেনশনে বিমল গুরুংয়ের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়তে চলেছে বলেই সূত্রের খবর। রাজু বিস্তের সাহায্য নিয়ে তিনি জিটিএ নির্বাচন আটকাতে চলেছেন। বিমল গুরুংয়ের উদ্দেশ্য খুব পরিষ্কার। তিনি চাইছেন জিটিএ নির্বাচন নিয়ে বিজেপি সংসদ যাতে কেন্দ্রকে জানায়। তাতে গুরুংয়ের রাজনৈতিক উদ্দেশ্য আরও দৃঢ় হবে বলেই ধারণা।
Bimal Gurung in Hill Politics
————
Published by Subhasish Mandal