Friday, October 18, 2024
HomeদেশRhino Population At Kaziranga এক শৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ল কাজিরাঙায়

Rhino Population At Kaziranga এক শৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ল কাজিরাঙায়

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Rhino Population At Kaziranga এক শিংওয়ালা গণ্ডারের সংখ্যা বাড়ল কাজিরাঙা জাতীয় উদ্যানে। ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলা আদমশুমারিতে দেখা যাচ্ছে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি হয়েছে ২০০টি। ২০১৮ সালে শেষ আদমশুমারির সময় ২ হাজার ৪১৩টি গণ্ডার রেকর্ড করা হয়েছিল। এবার আরও ২০০টি বৃদ্ধির ফলে কাজিরাঙায় গণ্ডারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৬১৩-তে।

কাজিরাঙা জাতীয় উদ্যানের পরিচালক যতীন্দ্র শর্মা জানিয়েছেন, চার দিনের গণ্ডার শুমারিতে ছয় বছরের বেশি বয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯০৩টি মহিলা, ৭৫০টি পুরুষ এবং ১৭০টি অনির্ধারিত লিঙ্গ রেকর্ড করা হয়েছে। তিন থেকে ছয় বছরের সাব-অ্যাডাল্ট ক্যাটাগরিতে ১৪৬টি মহিলা, ১১৬টি পুরুষ এবং লিঙ্গ নির্ধারণ করা যায়নি ১০৩টি গণ্ডারের। কিশোর শ্রেণিতে ২৭৯টি গণ্ডার (এক থেকে তিন বছর) এবং ১৪৬টি বাছুর (এক বছরের কম) রেকর্ড করা হয়েছে। Rhino Population At Kaziranga

যতীন্দ্র শর্মা জানিয়েছেন আরও জানিয়েছে, চারদিনের এই গণ্ডার শুমারিতে মোট ৬৪ জন গণনাকারী, ১২ জন পর্যবেক্ষক এবং ৪৯ জন মিডিয়া পর্যবেক্ষক অংশ নেন। এছাড়াও ৫০টি হাতি এবং ২৫২ জন ফ্রন্টলাইন কর্মী অংশ নিয়েছিল শুমারিতে। পাশাপাশি নমুনা পুনঃনিরীক্ষার জন্য ড্রোন এবং ভাল পর্যবেক্ষণের জন্য গণনাকারীরা জিপিএস ডিভাইস ব্যবহার করেছিলেন।

Rhino Population At Kaziranga

আরও পড়ুন : Assam-Meghalaya Boundary Dispute Resolve কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যস্থতায় মিটল সীমানা বিরোধ, মউ স্বাক্ষরিত অসম-মেঘালয়ের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular