রনিক দত্ত, বিধাননগর, ইন্ডিয়া নিউজ বাংলা : CBI in Rampurhat Investigation রামপুরহাটের বগটুইয়ে ভাদু শেখ খুন এবং পরবর্তীতে গণহত্যার ঘটনায় নয়া মোড়। তদন্তকারী সিবিআই আধিকারিকরা প্রাথমিক তদন্তে মনে করছেন বালি, পাথর এবং গরুপাচার কাণ্ড জড়িয়ে আছে রামপুরহাট ঘটনার সঙ্গে। পরবর্তী পরিস্থিতিতে প্রমাণ সংগ্রহের পর এই বিষয়টিও খতিয়ে দেখতে চায় সিবিআই। সূত্র মারফত জানা যাচ্ছে যে, সিবিআই-এর নজরদারিতেও রয়েছেন কয়েকজন পুলিশকর্মী। এমনকী বোলপুর এলাকার একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং একজন অ্যাডভোকেটের নামও তদন্ত দলের হাতে উঠে এসেছে।
সিবিআই যে তথ্য পেয়েছে তা থেকে জানা যাচ্ছে, ভাদু শেখ, আনারুল মোল্লা, একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইনজীবীরা বালি, পাথর ও গরু পাচারের সঙ্গে সরাসরি জড়িত। এই চোরাচালানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। ভাদু ও আনারুল মিলে রামপুরহাট থেকে বোলপুর এলাকার ওই রাজনীতিবিদ ও উকিলকে টাকা পাঠাতেন। CBI in Rampurhat Investigation
তদন্তকারীদের হাতে উঠে এসেছে ভাদু শেখ হত্যার কয়েক সপ্তাহ আগে ভাদু শেখের অর্থ লেনদেন বন্ধ হয়ে যায়। এরপরই শুরু হয় সংঘর্ষ। ভাদুর আগেও রামপুরহাটে একটি খুনের ঘটনা ঘটেছিল। আনারুলের তথাকথিত ডান হাত ‘বাপি’কে হত্যা করেছে দুষ্কৃতীরা। CBI in Rampurhat Investigation
এমনকী বীরভূমে যখনই কিছু সংঘর্ষ হয় তখন সিউড়ি এলাকার এক পুলিশ আধিকারিক ভাদু এবং অন্যান্যদের মধ্যে বোঝাপড়ার ভূমিকা পালন করতেন বলেই জানা যাচ্ছে। এছাড়াও সংঘর্ষ থামাতে পুলিশকর্মীদের সাথে শেখ দুলু মণ্ডল নামে এক ব্যক্তিও সহায়তা করত বলে জানা যাচ্ছে। কিন্তু তারা বীরভূমের এই সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। CBI in Rampurhat Investigation
এছাড়াও সিবিআইয়ের নজরে রয়েছে সোনা শেখ, পলাশ শেখ, সেরা রাও বখরাও। এরা আনারুলের সঙ্গে নিয়মিতভাবে জড়িত ছিল বলেই খবর। আনারুলের মোবাইল কলের বিবরণ থেকে সিবিআই একজন বড় লালনকে খুঁজে বের করার চেষ্টা করে। ভাদু হত্যার সময় আনারুলের সাথে কথা হয় এই লালনের। সিবিআইয়ের সূত্র বলছে, ভাদু খুনের পর আনারুলের সঙ্গে কথা হয় একজন বিখ্যাত আইনজীবীরও। সুতরাং বীরভূমের এই গোটা নারকীয় ঘটনায় এখন অনেক কিছুই নজরে উঠে আসছে সিবিআইয়ের। CBI in Rampurhat Investigation
যাঁদের জেরা করতে প্রস্তুত সিবিআই CBI in Rampurhat Investigation
- সিউড়ি পুলিশের একজন পদাধিকারী পুলিশ অফিসার
- একজন শীর্ষ রাজনীতিবিদ
- যে উকিল ভাদু ও আনারুলের সাথে জড়িত
- সোনা
- পলাশ শেখ
- সেরা রাও বখরা
- দুলু শেখ
- সিউড়ি থেকে দায়িত্বশীল অ্যাডভোকেট
CBI in Rampurhat Investigation
————
Published by Subhasish Mandal