সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: IPL 2022: How much coaches earn এক নজরে দেখে নিন আইপিএলে কয়েকটি দলের হেড কোচের পারিশ্রমিক কত?
চেন্নাই সুপার কিংস : মহেন্দ্র সিং ধোনির দল এবারও ভরসা রেখেছে স্টিফেন ফ্লেমিংয়ের উপরই। দীর্ঘদিন ধরেই তিনি চেন্নাইয়ের হেড কোচের দায়িত্ব পালন করে আসছেন। তার বেতন ৩.৪ কোটি টাকা। ফ্লেমিং ছাড়াও কোচিং স্টাফে রয়েছেন মাইক হাসি (ব্যাটিং কোচ), লক্ষ্মীপতি বালাজি (বোলিং কোচ)।
কলকাতা নাইট রাইডার্স : এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর কোচিংয়ের দায়িত্বে রয়েছেন প্রাক্তন নাইট ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। তারও বেতন ফ্লেমিংয়ের মতো ৩.৪ কোটি টাকা। ম্যাকালাম ছাড়া কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেক নায়ার (সহকারী কোচ), টাইমাল মিলস (বোলিং কোচ), জেমস ফস্টার (ফিল্ডিং কোচ), ডেভিভ হাসি (মেন্টর)।
মুম্বাই ইন্ডিয়ান্স : আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে কোচিং করাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। তাকে দলে নেওয়ার জন্য রোহিত শর্মার দলকে খরচ করতে হয়েছে ২.২৫ কোটি টাকা। জয়াবর্ধনে ছাড়া কোচিং স্টাফের অন্য সদস্যরা হলেন- রবীন সিং (ব্যাটিং কোচ), শচিন টেন্ডুলকার (ব্যাটিং মেন্টর), শেন বন্ড (বোলিং কোচ), জেমস পামেন্ট (ফিল্ডিং কোচ)।
IPL 2022: How much coaches earn
দিল্লি ক্যাপিটালস : এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচিং করাচ্ছেন রিকি পন্টিং। তাকে বেতন দিতে হচ্ছে ৩.৪ কোটি টাকা। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন মোহাম্মদ কাইফ (সহকারী কোচ), সামুয়েল বদ্রি (স্পিন বোলিং কোচ), রায়ান হ্যারিস (বোলিং কোচ)
রাজস্থান রয়্যালস : রয়্যালসরা এবার তাদের কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। তার বেতন ৩.৪ কোটি টাকা। এ ছাড়াও কোচিং স্টাফে রয়েছেন অমল মজুমদার (ব্যাটিং কোচ), সাইরাজ বাহুতুলে (স্পিন বোলিং কোচ), রব ক্যাসেল (ফাস্ট বোলিং কোচ), দিশান্ত ইয়াগনিক (ফিল্ডিং কোচ)।
পঞ্জাব সুপার কিংস : পঞ্জাব ভারতীয় কোচ অনিল কুম্বলে। পঞ্জাবে কোচিং করাচ্ছেন কুম্বলে। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি লেগস্পিনারের বেতন ৪ কোটি টাকা। কুম্বলের সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার (অ্যাসিস্ট্যান্ট কোচ), ওয়াসিম জাফর (ব্যাটিং কোচ), চার্ল ল্যাঙ্গভেল্ট (বোলিং কোচ), জন্টি রোডস (ফিল্ডিং কোচ)।
(বেতনের অন্যান্য বোনাস, ইন্সেন্টিভ বাদ দিয়ে)
Published by Samyajit Ghosh