জয় গুহ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Fire at Jadavpur যাদবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-র রসায়নের গবেষণাগারে আগুন। ভয়াবহ আগুনে আইআইসিবি ক্যাম্পাস কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দমকলের ১২টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণের জন্য। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
সোমবার দুপুর নাগাদ হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায় আইআইসিবি ভবন। তারপর ধীরে ধীরে আগুনের পরিমাণ বাড়তে থাকে। পরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। খুব পরিশ্রমের সাথে কাজ শুরু করে। জানা গেছে, বিষাক্ত ধোঁয়া ইতিমধ্যেই সেখানে উপস্থিত সকলের চোখ জ্বালা করতে শুরু করেছে।
আরও পড়ুন : Murder in Gobardanga ত্রিকোণ প্রেমের জেরে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, গোবরডাঙায় ধৃত যুবক
Published by Subhasish Mandal