সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা : Murder in Gobardanga ত্রিকোণ প্রেমের জের! কাজ থেকে বাড়ি ফেরার পথে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন গোবরডাঙায়। ঘটনার পর আটক যুবককে জেরা করে উঠে আসে ত্রিকোণ প্রেমের গল্প। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার যুবক অনির্বাণ নাগের৷
জানা গেছে, রবিবার গোবরডাঙা থানার মসলন্দপুর ঘোলার মাঠ এলাকার যুবক অঙ্কন রঞ্জন চৌধুরী মসলন্দপুর এলাকায় মোবাইলের দোকানে কাজ করতেন। সেখানে থেকে কাজ সেরে রাতে বাড়ি ফেরার সময় আনুমানিক রাত দশটা নাগাদ পেছন দিক থেকে এলোপাথাড়ি কোপানো হয় তাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবক অঙ্কন৷ যুবকের গোঙ্গানি শুনে ছুটে আসেন আশেপাশের লোকেরা। আহত যুবককে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ হাবড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত যুবক অঙ্কনের শরীরে ১৫টি আঘাতের চিহ্ন রয়েছে। Murder in Gobardanga
এরপর রাতেই ঘটনার কিছু সময় পর অনির্বাণ নাগ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোবরডাঙা থানার মসলন্দপুর ফাঁড়ির পুলিশ৷ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। যুবকের হাতে আঘাতের চিহ্ন পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। যুবককে টানা জিজ্ঞাসাবাদ করতেই পুলিশি জেরায় ভেঙে পড়ে অনির্বাণ। পুলিশ সূত্রে দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। Murder in Gobardanga
সূত্র মারফত জানা গেছে ত্রিকোণ প্রেমের জেরে মসলন্দপুরের যুবক অঙ্কনকে খুনের পরিকল্পনা করে অনির্বাণ। ধৃত যুবক গোবরডাঙা হিন্দু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মসলন্দপুর ১ নম্বর কলোনি এলাকায়। অনির্বাণকে গ্রেফতারের পর এদিন বারাসত আদালতে তোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে ধৃতের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত যুবকের পরিবারের লোকজন।
Murder in Gobardanga
————
Published by Subhasish Mandal