অশোক ভট্টাচার্য, ঝাড়গ্রাম, ইন্ডিয়া নিউজ বাংলা: Bharat Bandh at Jhargram ১২ দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি দু’দিনের বনধের ডাক দিয়েছে। সেই বনধকে সফল করতে সোমবার সকাল থেকেই রাস্তায় নামে সিপিএম, সিপিআই, এসইউসিআই-সহ বিভিন্ন বামপন্থী সংগঠন। শহরের রাস্তায় মিছিল করে এসইউসিআই। ঝাড়গ্রাম শহরের পাশাপাশি গোপীবল্লভপুর, শিলদায় সকাল থেকে পথ অবরোধের শামিল হয় স্থানীয় সিপিএমের কর্মী-সমর্থকরা।
এদিন সকাল থেকেই ঝাড়গ্রাম জেলাজুড়ে রাস্তায় কোনও বাসের দেখা নেই। পণ্যবাহী লরি ও ছোট গাড়ির দেখা নেই। পেট্রোল পাম্পগুলিতে এবং ব্যাঙ্কগুলিতে সিপিএমের দলীয় পতাকা বেঁধে দেওয়ায় সিংহভাগ পেট্রোল পাম্প ও ব্যাঙ্ক আজ বন্ধ রয়েছে। ঝাড়গ্রামের জুবলি মার্কেট সকাল থেকে বন্ধ রয়েছে। কিন্তু ঝাড়গ্রামের সবজি বাজার ও পাইকারি সবজি বাজার স্বাভাবিক দিনের মতোই হচ্ছে। Bharat Bandh at Jhargram
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে বামেদের ডাকা বনধ সফল করতে রাস্তায় মিছিল ও বাইকবাহিনী টহল দিচ্ছে সিপিএমের। ঠিক তার উল্টো ছবি চোখে পড়েছে ঝাড়গ্রাম শহরে তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে সকাল থেকেই শহরবাসীকে দোকান খোলার জন্য রাস্তায় নেমে পড়ে ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার গোবিন্দ সোমানি। এমনকী ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ রাস্তায় নেমে শহরের দোকানদারদের দোকান বাজার খুলে রাখার অনুরোধ জানান। Bharat Bandh at Jhargram
শহরের দোকানদারদের দোকান খোলার জন্য রাস্তায় নেমে পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, বনধকে মানুষ সমর্থন করেনি। জোরপূর্বক বনধ করা হচ্ছে। জনজীবন স্বাভাবিক রাখতে আমরা রাস্তায় নেমেছি। সাধারণ মানুষদের দোকান খোলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে ভয় পাবার কিছু নেই। সেইমতো ঝাড়গ্রাম শহর প্রায় স্বাভাবিক রয়েছে।
Bharat Bandh at Jhargram
আরও পড়ুন : Bharat Bandh at Howrah বামেদের ডাকা দু’দিনের বনধে হাওড়ায় মিশ্র সাড়া প্রথম দিনে
————
Published by Subhasish Mandal