অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Congress ‘Nyay Yatra’ in Howrah আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিস খান খুনে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে কংগ্রেসের ‘ন্যায়যাত্রা’ কর্মসূচি। পাশাপাশি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কন্দুর খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি-সহ রামপুরহাট গণহত্যার সঠিক তদন্ত ও রাজ্যজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে বিরুদ্ধেও এই কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস।
গত ২৫ মার্চ থেকে জাতীয় কংগ্রেসের ডাকে আমতা থেকে কলকাতার গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত এই ‘ন্যায়যাত্রা’ আজ তৃতীয় দিনে পড়ল। আজ সকাল দশটায় হাওড়া কদমতলা বাজার থেকে কলকাতার বড়বাজার পর্যন্ত পদযাত্রায় পা মেলালেন কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ‘ন্যায়যাত্রা’য় পা মেলালেন অসংখ্য জাতীয় কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
Congress ‘Nyay Yatra’ in Howrah
————
Published by Subhasish Mandal