Thursday, November 21, 2024
Homeরাজ্যদার্জিলিংCM Mamata Banerjee visit to North Bengal ছয়দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, গোসাইপুরে...

CM Mamata Banerjee visit to North Bengal ছয়দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, গোসাইপুরে আজ প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: CM Mamata Banerjee visit to North Bengal ছয়দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গোসাইপুরের উত্তরাতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। বেলা তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা চলে আসবেন সভাস্থলে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তিনি তুলে দেবেন বিভিন্ন সরকারি শংসাপত্র।

সদ্য সমাপ্ত হয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ভোট। শিলিগুড়ি পুরো নিগমের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। সামনেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। আর সেই কারণেই এবার মুখ্যমন্ত্রীর পাখির চোখ শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকা। সূত্রের খবর এই কারণেই শিলিগুড়ি শহরের বদলে এবারের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত গোসাইপুর এলাকাতে। কারণ প্রতিবছর প্রশাসনিক বৈঠক হলে মুখ্যমন্ত্রী ‘উত্তরকন্যা’-কেই বেছে নেন। কিন্তু এবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি শহর ছেড়ে গোসাইপুরে প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। CM Mamata Banerjee visit to North Bengal

আজকের এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সড়কপথে সোজা চলে যাবেন দার্জিলিং। পাহাড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর। সূত্রের খবর ৩১ মার্চ পাহাড় থেকে উত্তরকন্যায় ফিরে আসবেন তিনি এবং আগামী পয়লা এপ্রিল কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে জিটিএ নির্বাচন প্রস্তুতি-সহ বড়সড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এবারের সফরে বলে জানা গিয়েছে।

CM Mamata Banerjee visit to North Bengal

আরও পড়ুন : Dacoity in Behala বেহালায় দুঃসাহসিক ডাকাতি, একাকী বৃদ্ধাকে হাত-পা ও মুখ বেঁধে গহনা লুট

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular