Sunday, November 24, 2024
HomeদেশCBI investigating Rampurhat Violence থ্রিডি স্ক্যানের মাধ্যমে বগটুইয়ে তদন্তে ডিআইজি অখিলেশ সিংয়ের...

CBI investigating Rampurhat Violence থ্রিডি স্ক্যানের মাধ্যমে বগটুইয়ে তদন্তে ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে সিবিআই টিম

সৌমেন্দু দে, বীরভূম, ইন্ডিয়া নিউজ বাংলা: CBI investigating Rampurhat Violence বগটুইকাণ্ডের তদন্ত হাতে পাওয়ার একদিন পরই আজ ঘটনাস্থলে পৌঁছল সিবিআই। সকাল সকাল রামপুরহাট থানায় সিটের হাত থেকে সমস্ত নথি নিজেদের হাতে তুলে নিলেন তদন্তকারী সংস্থার প্রধান ডিআইজি অখিলেশ সিং। বগটুইয়ে পৌঁছে ফরেন্সিক, কেমিক্যাল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে শুরু করলেন তদন্তের কাজ।

এদিন ডিআইজি সিবিআই অখিলেশ সিং পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখেন পুরো ঘটনাস্থল। থ্রিডি স্ক্যানের মাধ্যমে সোনা শেখ ও বানিরুল শেখের বাড়িতে গিয়েও তদন্ত প্রক্রিয়া চালায় সিবিআই। কীভাবে আগুন লাগানো হল বা আগে খুন করে তারপর আগুন ধরিয়ে দেওয়া হয় কিনা সে বিষয়েও জানার চেষ্টা করে কেন্দ্রীয় গোয়েন্দা দলটি। একইসঙ্গে দমকল আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে চায় পুলিশ আগুন লাগার বিষয়ে ঠিক কী বলেছিল? এদিকে গোটা বগটুই এলাকা পুলিশি নিরাপত্তায় থাকলেও কেন্দ্রীয় গোয়েন্দা দল এবং সেন্ট্রাল ফরেন্সিক দলকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য এলাকায় রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ। CBI investigating Rampurhat Violence

এদিন সিটের হাত থেকে কেস ডায়েরি ও মামলা সংক্রান্ত সমস্ত নথি নেওয়ার পর রামপুরহাট আদালতে গিয়ে দায়িত্ব বুঝে নেওয়ার কথা বিস্তারিত জানান সিবিআইয়ের অপর একটি দল। বগটুইয়ে নারকীয় ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আনারুল হোসেন-সহ প্রত্যেককে রামপুরহাট থানায় রাখা হয়েছে। এফআইআরে নাম থাকা আরও ৭০ জন এখনও পলাতক।

CBI investigating Rampurhat Violence

আরও পড়ুন : Free Ration Scheme Extended by Yogi Adityanath’s cabinet মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের, আরও তিন মাসের জন্য বিনামূল্যে রেশন উত্তরপ্রদেশে

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular