Thursday, November 21, 2024
HomeCourtCBI probe stirs political debate সিবিআই স্বাগত, তবে প্রতিহিংসার রাজনীতি হলে আন্দোলন...

CBI probe stirs political debate সিবিআই স্বাগত, তবে প্রতিহিংসার রাজনীতি হলে আন্দোলন করবে তৃণমূল, কটাক্ষ বিরোধীদের

CBI probe stirs political debate

কৌশিক দাস,ইন্ডিয়া নিউজ বাংলা,কলকাতা: হাইকোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের ভার নেওয়ার পর রাজনৈতিক মহল উত্তাল। সিবিআই তদন্তকে স্বাগত জানানোর পাশাপাশি তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যদি সিবিআইকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা হয় তাহলে আন্দোলনে নামবে তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষ লিখিত বিবৃতিতে জানিয়েছেন এই  কথা।

তৃণমূলের লিখিত বিবৃতি

এদিকে এদিন বিধানসভার শেষে ফিরহাদ হাকিম বলেন রাজ্য সিট গঠন করেছিল এবং বগটুই গ্রামের মানুষ স্বাগত জানিয়েছিল। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তার পরেও কেন সিবিআই তদন্ত করা হচ্ছে তা নিয়ে কিছু বলার নেই। তবে সিবিআইকে বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করে এটা পরিস্কার, সেটাও জোর দিয়ে বলেন।

রামপুরহাট কাণ্ডে  সিবিআইকে দায়িত্ব দেওয়ার পরে স্বাগত জানিয়েছে সিপিআইএম এবং কংগ্রেস। তবে তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি এই দুই দল।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular