Thursday, November 21, 2024
HomeEmploymentFarmers problem as border closed বন্ধ কাঁটাতারের গেট, তাই বিপাকে চাষীরা

Farmers problem as border closed বন্ধ কাঁটাতারের গেট, তাই বিপাকে চাষীরা

Farmers problem as border closed 

সোমনাথ মজুমদার, ইন্ডিয়া নউজ বাংলা, বনগাঁ: অজ্ঞাত কারণে কাঁটাতারের গেট বন্ধ করে দিয়েছে বিএসএফ। কাঁটাতারের ও পাশে থাকা জমিতে চাষের জন্য যেতে পারছেন না কৃষকেরা, ঘটনায় ৪০০ থেকে ৫০০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাবার আশঙ্কায় দিন কাটছে কৃষকদের৷

ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার রামচন্দ্রপুর এলাকায় ঘটনার বিস্তারিত জানিয়ে বনগাঁ বিডিও – র সাথে যোগাযোগ করেন গ্রামবাসীরা, খবর পেয়ে গ্রামে গেলেন যুগ্ম ভিডিও শৈবেন্দু কুমার মাইতি ৷ যুগ্ম বিডিওর আশ্বাস ,প্রশাসনিক ভাবে কথা বলে জটিলতা কাটানোর চেষ্টা চলছে।

সমস্যার কথা শুনতে আসেন স্থানীয় বিডিও

জানা গেছে প্রায় তিন থেকে চারদিন ধরে গেট বন্ধ, কাঁটাতারের ওপারে গ্রামবাসীদের চাষের জমি।নিয়ম অনুযায়ী কাঁটাতারের ওপাশের থাকা জমিতে যাবার জন্য প্রয়োজনীয় পরিচয় পত্র দেখার পর তাদের কাঁটাতারের ওপাশে চাষ করতে যাবার অনুমতি দেয় বিএসএফ।
গত ২১ শে মার্চ এক কৃষককে ১০ টি সোনার বিস্কুট সহ গ্রেফতার করে বিএসএফের ১০৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা, কৃষকদের অভিযোগ তারপর থেকেই রামচন্দ্রপুর চড়ুইগাছি সুটিয়া গ্রামের কাঁটাতারের পাঁচটি গেট বন্ধ করে রাখা হয়েছে বিএসএফের পক্ষ থেকে।

কাঁটাতারের ওপারে ফসল নষ্টের আশঙ্কায় চাষীরা

Farmers problem as border closed

এ বিষয়ে স্থানীয় ঘাটবাওর পঞ্চায়েতের সদস্য তথা স্থানীয় গ্রামবাসী গোপাল চন্দ্র মন্ডল বলেন, সোমবার থেকে গেট বন্ধ, সাত নম্বর থেকে এগারো নম্বর পর্যন্ত গেট গুলি বন্ধ করে রাখা হয়েছে, গেটের ওপারে ৪০০ থেকে ৫০০ বিঘা জমিতে ফসল রয়েছে, অবিলম্বে ফসলে জল না দিতে পারলে ফসল নষ্ট হয়ে যাবে, অবিলম্বে গেট খোলার আবেদন জানিয়েছেন তিনি৷ অপর এক কৃষক রমেশ মন্ডল বলেন, যারা দোষী তারা শান্তিপাক আমাদের কেন সমস্যায় ফেলা হচ্ছে? আমাদের গেট খুলে দিক আমাদের চেক করে ঢোকার ব্যবস্থা করুক৷

একই দাবি অপর গ্রামবাসী তথা কৃষক গৌতম মন্ডলের, তিনি বলেন ধানের জল দিতে পারছিনা ধান শেষ হয়ে গেলে আমরা না খেয়ে মরে যাব, ওপারে জমিতে ধান ,তিল ,কুমড়ো সহ নানা ফসল রয়েছে।
খবর পেয়ে দিন গ্রামে আসেন যুগ্ম বিডিও, এ বিষয়ে বিডিও বলেন রামচন্দ্রপুর থেকে সুটিয়া পাঁচটি গেট আপাতত বন্ধ রেখেছে বিএসএফ, আমরা আলোচনা করে গেট খোলার ব্যবস্থা করছি৷ তবে গোটা বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Published by Samyajit Ghosh

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular