Monday, November 25, 2024
HomeদেশAnarul Hossain arrested in Rampurhat Violence মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার...

Anarul Hossain arrested in Rampurhat Violence মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার তৃণমূল নেতা আনারুল হোসেন

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Anarul Hossain arrested in Rampurhat Violence ‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যে খান থেকে হোক গ্রেফতার করতে হবে।’ রামপুরহাটের বগটুইয়ে গিয়ে একরাশ ক্ষোভ উগরে পুলিশকে রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পাওয়ার ঘণ্টা দুই বাদেই তারাপীঠ থেকে গ্রেফতার বছর ৫২-র আনারুল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ভাদু শেখের মৃত্যুর পর হামলা থেকে বাঁচতে গ্রামবাসীদের আবেদনে সাড়া না দিয়ে পুলিশকে খবর দেয়নি আনারুল। তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন খোদ নিহতদের আত্মীয়েরাই। Anarul Hossain arrested in Rampurhat Violence

মুখ্যমন্ত্রী ডিজিকে স্পষ্ট জানিয়ে দেন, ‘কোনওরকম সাফাই শুনবেন না। অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন, সেখান থেকে গ্রেফতার করতে হবে।’ এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর পরই পুলিশ আনারুলের রামপুরহাট শহর লাগোয়া সন্ধিপুরের বিলাসবহুল বাড়িতে তাঁর খোঁজে চলে যান। বিশাল পুলিশ বাহিনী পৌঁছে আনারুলের পুরো বাড়ি ঘিরে ফেলে। বাড়ির ভেতর থেকে দুই মহিলা বেরিয়ে এসে পুলিশকে জানায় আনারুল বাড়ি নেই। এরপর মোবাইল ফোন ট্রাক করে তারাপীঠ মন্দির সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতাকে।

Anarul Hossain arrested in Rampurhat Violence

আরও পড়ুন : CM Mamata Banerjee at Rampurhat ‘অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন গ্রেফতার করতে হবে’, বগটুইয়ে পুলিশকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular