অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Tiger Panicked in Mathabhanga চাষের জমিতে অস্বাভাবিক পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক ছড়াল মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকায়। জমিতে বাঘের পায়ের ছাপের খবর পেয়ে এলাকায় আসেন বন দফতরের কর্মীরা। দ্রুত খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকা গ্রাস করে বাঘ আতঙ্ক। বন দফতরের কর্মীরা সেই পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছে।
এ বিষয়ে বিষয়ে মাথাভাঙা বন বিভাগের রেঞ্জার সজল পাল জানান, ‘স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা স্থানীয়দের সচেতন করছি। তবে নখের দাগ দেখে অন্য কোনও পশুর পায়ের ছাপ হতে পারে বলে মনে হচ্ছে। বনবিভাগের কর্মীরা পর্যবেক্ষণে রেখেছেন।’ Tiger Panicked in Mathabhanga
এদিকে গতকাল রাতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে মাইক যোগে প্রচার করা হয়। গতকালের পর আজকেও সাধারণ মানুষের মধ্যে বাঘের আতঙ্ক রয়েছে। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। স্থানীয় এক বাসিন্দার দাবি তিনি বাঘের ছানা দেখতে পেয়েছেন।
Tiger Panicked in Mathabhanga
আরও পড়ুন : Leftist Leader Md. Salim in Rampurhat পুলিশের চোখে ধুলো দিয়ে বাইকে করে বগটুইয়ে মহম্মদ সেলিম
————
Published by Subhasish Mandal