শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: SIT formed to Probe Rampurhat Violence উত্তপ্ত রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দিল রাজ্য সরকারক। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ এই তিনজন শীর্ষ পুলিশ আধিকারিককে তদন্তের দায়িত্ব দিয়েছেন নবান্ন। ১০ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এক ভিডিও বার্তায় উষ্মা প্রকাশ করে রাজ্যপাল বলেছেন, রাজ্যে হিংসার সংস্কৃতি চলছে। রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।
এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় ‘ক্লোজ’ করা হয়েছে রামপুরহাটের ওসিকে। পাশাপাশি অপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকেও। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। SIT formed to Probe Rampurhat Violence
সোমবার রামপুরহাটে জাতীয় সড়কের কাছে একটি চা দোকানের সামনে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের উপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা রামপুরহাটের বগটুই গ্রাম। রাতের অন্ধকারে পরপর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতেই তিনটি দেহ উদ্ধার করা হলেও আজ মঙ্গলবার সকালে উদ্ধার হয় আরও সাতটি দেহ। গোটা ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। প্রধান বিরোধীদল বিজেপি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবির পাশাপাশি রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন। এদিকে আগামীকাল রামপুরহাটের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করছে গেরুয়া শিবির।
SIT formed to Probe Rampurhat Violence
————
Published by Subhasish Mandal