অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Bombing at Cooch Behar তুফানগঞ্জ ১ ব্লকের যুব তৃণমূলের সহ-সভাপতির ঘোগার কুটির বাড়িতে বোমা মারার অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় সংশ্লিষ্ট এলাকায়।
জানা জায় যুব সহ-সভাপতি রশিদ ইসলাম-সহ পরিবারের অন্যান্যরা ঘুমিয়ে পড়ার পর এই বোমা হামলাটি ঘটেছে। রবিবার রাত আনুমানিক ১.৩০ মিনিট নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের। তাড়াতাড়ি উঠে পড়ে দেখেন কালো ধোঁয়ার ঢেকে গেছে গোটা বাড়ি। ততক্ষণে বুঝতে পারেন যে বাড়িতে বোমা মারা হয়েছে। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
পাশের বাড়ির লোকের থেকে জানা যায়, দু-তিনজন একটি বাইকে করে এসে বাড়িতে বোমা মেরে সেখান থেকে পালিয়ে যায়। এ ধরনের ঘটনা আগে এই এলাকায় কোনওদিন ঘটেনি। নতুন করে এই ঘটনা কে বা কারা ঘটাল পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
Bombing at Cooch Behar
আরও পড়ুন : Covid vaccination for 12-14 year olds জলপাইগুড়িতে ১২-১৪ বয়সি পড়ুয়াদের কোভিড টিকাকররণ
————
Published by Subhasish Mandal