সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Gour-Nitai idol was inaugurated in Iskcon মুখ্যমন্ত্রীর রেখে যাওয়া গৌর-নিতাই বিগ্রহের অভিষেক হল মায়াপুর ইসকনে। গৌর-নিতাই বিগ্রহে দুধ এবং ফুলমালা দিয়ে অভিষেক করলেন মায়াপুর ইসকনের মহারাজরা। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও নদিয়া জেলার সভাপতি-সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অভিষেক মঞ্চে। শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৬ তম আবির্ভাব উপলক্ষে মোট তিনটি মঞ্চ করে গৌর-নিতাইয়ের অভিষেক ঘটানো হয়।
২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইসকন মায়াপুরে এসেছিলেন তখন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে একটি গৌর-নিতাইয়ের বিগ্রহ প্রদান করা হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই বিগ্রহ ইসকন মন্দিরে রেখে যান এবং পুজো করতে বলেন। বিশেষ তিথিতে ইসকনের ৫০ বছর পূর্তিতে ঘটা করে ওই বিগ্রহের অভিষেক হল। দীর্ঘ দুই বছর করোনার কারণে খোলা মঞ্চ করে অনুষ্ঠান করতে পারেনি ইসকন কর্তৃপক্ষ। সেই কারণে ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দেশ-বিদেশের উপস্থিত ছিলেন গৌর-নিতাই বিগ্রহের অভিষেক অনুষ্ঠানে।
Gour-Nitai idol was inaugurated in Iskcon
আরও পড়ুন : Two accused of murder arrested বিহার-উত্তরপ্রদেশ থেকে অণ্ডালে রেলকর্মী খুনের দুই আসামি গ্রেফতার
————
Published by Subhasish Mandal